Sunday , 31 October 2021 | [bangla_date]

রাণীশংকৈলে ৩ ইউপিতে আ.লীগে ছয় বিদ্রোহী

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আট ইউপির মধ্যে পাঁচটিতে আগামী ১১ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে। এতে ৩ ইউপিতে আওয়ামী লীগের ৬ জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

গত ২৭ অক্টোবর প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন সাধারন সদস্য পদে ১৭৫ ও মহিলা সংরক্ষিত সদস্য পদে ৬৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি-জামায়াত স্বতন্ত্র এবং জাকের পার্টি, ইসলামী আন্দোলন ও আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছে।

পাঁচ ইউপির মধ্যে তিন ইউপিতে আ’লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ১নং ধর্মগড় ইউপিতে আ’লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম নৌকা প্রতীকে, তার বিপরীত বিদ্রোহী প্রার্থী হলেন ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আকবর আলী মাস্টার আনারস প্রতীকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন মোটরসাইকেল প্রতীকে।

একইভাবে ২নং নেকমরদ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ডা. হামিদুর রহমান নৌকা প্রতীকে, তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মাস্টার মোটরসাইকেল প্রতীকে।

৪নং লেহেম্বা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি বর্তমান চেয়ারম্যান আবুল কালাম নৌকা প্রতীকে, তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হলেন উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক রওশন আলী ঘোড়া প্রতীকে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেকুজ্জামান রয়েল চশমা প্রতীকে, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাহের আলী মাস্টার আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে ৫ টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে।

উপজেলা নির্বাচন অফিসার নুর-ই আলম গতকাল রোববার মুঠোফোনে পাঁচ ইউপি নির্বাচনের প্রচার প্রচারণায় নির্বাচন কমিশনের কোন নীতিমালা মানা হচ্ছে না এমন প্রশ্নের উত্তরে বলেন কেউ যদি লিখিত অভিযোগ দেয় আমি ব্যবস্থা নেব। তবে
আচরণ-বিধি লঙ্গনের বিষয়টি দেখার জন্য আইনশৃঙ্গলা বাহিনীকে দায়িত্ব দেওয়া
রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা

রাণীশংকৈলে টিকা নিতে শিক্ষার্থীদের ভিড়, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

আটোয়ারীতে শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দর‌্যালী ও আলোচনাসভা

দিনাজপুরে ১৪৫ কেজি গাজা সহ ১জনকে আটক করেছে র‍্যাব-১৩

ঠাকুরগাঁওয়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫  পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

বোদায় দুষন ও দুর্গন্ধ মুক্ত পরিবেশের শিক্ষার্থীদের চলাচলের দাবীতে মানববন্ধন স্মারকলিপি

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন সিলিন্ডার সহ করোনা উপকরণ প্রদান

শিক্ষার পাশাপাশি মাশরুম চাষে সফল কলেজ ছাত্র রাকেশ

চিরিরবন্দরে টুং টাং শব্দে মুখরিত কামারশালা