Wednesday , 3 November 2021 | [bangla_date]

অস্থায়ী মাছ বাজারের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও শহরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটি মাছের বাজার। শহরের প্রাণকেন্দ্র অস্থায়ীরুপে গড়ে উঠা এই মাছ বাজরটি গলার কাটা হয়ে দাড়িয়েছে বেশকিছু সরকারি ও পাবলিক প্রতিষ্ঠান, সাধারণ বাসিন্দা সহ সেই মাছ ব্যবসায়ীদের জন্যেও।

জানাযায়,দেশে দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ বাড়ার পর ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির মাছ বাজারটি সরিয়ে পাবলিক ক্লাব মাঠে স্থানান্তর করে জেলা প্রশাসন। যেখানে এই বাজারটি স্থানান্তর করা হয় তার সাথেই পাবলিক লাইব্রেরি,ঠাকুরগাঁও প্রেসক্লাব এবং মির্জা রুহুল আমিন মিলনায়তনের অবস্থান। প্রতিটি প্রতিষ্ঠানই সাধারণত এই মাছবাজারের রাস্তাটি ব্যবহার করে।এছাড়াও একটি বালিকা বিদ্যালয়ের দেয়াল ঘেঁষেই এই বাজারটি।

করোনার প্রভাব কমার পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান, বাজারের মাছ ব্যবসায়ী, এমনকি সাধারণ বাসিন্দারা বার বার জেলা প্রশাসন বরাবর অভিযোগ করে। কিন্তু বাজারটি সরিয়ে আগের অবস্থানে নেওয়ার কোনো উদ্যােগ না নেওয়ায় সমস্যার সম্মুখীন হচ্ছে সকলে।

স্থানীয় বাসিন্দা রাজ্জাক জানান, মাছের বাজারটি এখানে স্থানান্তরের সময়ই স্থান নির্বাচনে আপত্তি প্রকাশ করেছিলো শহরের বাসিন্দারা। কারন এমন একটি স্থানে মাছ বাজারটা বেশ বেমানান দেখাচ্ছিল। তবে এখনতো পরিস্থিতি স্বাভাবিক। তাই আমি নিজেও বাজারটি সরিয়ে আগের স্থানে নেওয়ার অনুরোধ করেছি। তবুও তারা কোনো উদ্যােগ নিচ্ছেনা।

বাজারের মাছ ব্যবসায়ী শহিদুল জানান, আমরা এখানে থাকতে চাচ্ছিনা। এখানে দোকান করে তেমন সুবিধা পাওয়া যাচ্ছেনা। অবিক্রীত মাছ সংরক্ষণে সমস্যা হচ্ছে। পানি ফেলার নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই এখানে। তাই আমরা আগের স্থানে ফিরে যাবার আবেদন করেছি। প্রশাসন অনুমিত দিলেই আমরা চলে যাবো।

ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, আমাদের বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুলে আসতেছে। মাছের পানির দুর্গন্ধ তাদের জন্যে অবশ্যই ক্ষতিকর। সেই দুর্গন্ধ স্কুলের ভিতরেও আসছে। তাই দ্রুতই এই বাজারটি সরানো উচিত।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু বলেন, মাছের বাজরটির অবস্থান জেলার বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনার মাঝেই। এটা দেখতে যেমন খারাপ লাগছে। তেমনি মাছের পানির দুর্গন্ধে এই রাস্তা ব্যবহার করা কষ্টকর হয়ে পরেছে। আমি একাধিকবার প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে জানিয়েছি। কিন্তু এক রকম অলসতায় তারা কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছেনা।

এই বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুব হোসেন জানান, করোনার কারনে বাজারটি অস্থায়ী ভাবে সেখানে নেওয়া হয়েছে। সমস্যা গুলো নিয়ে অনেকেই আমাকে জানিয়েছে। দ্রুতই বাজারটি সরিয়ে আগের নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্টী পরিবারে প্রানিসম্পদের উদ্যগে বকনা বিতরন

পীরগঞ্জে পঞ্চম দিনের মত চলছে লগডাউন,আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা

বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়-হুইপ

পঞ্চগড়ে প্রবীণদের মাঝে রিকের শীতবস্ত্র বিতরণ

আট বছর ধরে অসম্পুর্ণ হয়ে রয়েছে সেতু চরম ভোগান্তিতে ১৬ গ্রামের মানুষ

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ২১ তম পূণ্যময় যীশু খ্রীষ্টের পুনরুত্থান উপাসনা

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে আরও ৭৫১ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর

ধান ক্ষেতের ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিরলে ৫৮০বোতল এমকেডিলসহ মাদককারবারি আটক