Sunday , 7 November 2021 | [bangla_date]

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শংখলা ভঙ্গ রানীশংকৈল ও হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের ৯ জনকে দল থেকে বহিস্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রাথী হয়ে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে রানীশংকৈল ও হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের ৯ জনকে আ’লীগ থেকে বহিস্কার করা হয়। রবিবার ৯ জন বিদ্রোহী প্রার্থীর দল থেকে বিহস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
তিনি জানান, ১১ নভেম্বর রাণীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়ন ও হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আ’লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর বিপরীতে রানীশংকৈল উপজেলায় ৩ টি ইউনিয়নে ৬ জন প্রার্থী হয়েছেন। পরে রানীশংকৈল উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মো: সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ওই ৬ জনের নামের তালিকা জেলা আ’লীগের কার্যালয়ে পাঠানো হলে তাদেরকে দল থেকে বহস্কিার করা হয়। বহিস্কৃতরা হলেন, ১নং ধর্মগড় ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি মো: আকবর আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন, ২নং নেকমরদ ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, ৪নং লেহেম্বা ইউনিয়নে উপজেলা আ’লীগের শ্রমবিষয়ক সম্পাদক রওশন আলী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেকুজ্জামান ও লেহেম্বা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাহের আলী। অন্যদিকে হরিপুর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল ও সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল স্বাক্ষরিত একটি পত্র জেলা আ’লীগ কার্যালয়ে প্রেরন করা হলে ৩ জনকে দলীয় শৃংখলা ভংগের জন্য বহিস্কার করা হয়। বহিস্কৃতরা হলেন, ৬নং ভাতুরিয়া ইউনিয়নে উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মো: শাহজাহান আলী সরকার, ৫নং হরিপুর ইউনিয়নে উপজেলা আ’লীগের উপদেষ্টা মো: নজরুল ইসলাম ও ১নং গেদুরা ইউনিয়নে আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলীকে দল থেকে বহিস্কার করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা

ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি তানু সম্পাদক হিমেল

কাহারোলে শ্যালো মেশিনের পানি দিয়ে আগাম আমনের চারা রোপন

আটোয়ারীতে আওয়ামীলীগের ধারাবাহিক কর্মসূচী অব্যাহত

আটোয়ারীতে বিল নার্সারি কার্যক্রমের উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে গরু পেয়ে আনন্দে অশ্রুসিক্ত মনোয়ারা

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

হরিপুরে ইউপির উপনির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

সারাদেশে করোনায় একদিনে আরও ১৯৯ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৫১

সাংবাদিক নেতা মরহুম ইদ্রীস আলীর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন