Sunday , 14 November 2021 | [bangla_date]

এসএসসি পরীক্ষার শুরুতেই রাণীশংকৈলে অনুপস্থিত ৬৪ জন

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

করোনা মহামারির বিধি নিষেধ মেনে দির্ঘদিন পর সারাদেশের ন্যায় দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আজ থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।

রাণীশংকৈল উপজেলার ৫৪টি উচ্চ বিদ্যালয়ের ২ হাজার ৫০৪ জন পরীক্ষার্থী ৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করেন। পরীক্ষার প্রথম দিনে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে আসতে দেখা যায়। দির্ঘদিন পর পরীক্ষা দিতে পেরে পরীক্ষার্থী ও তাদের অভিভাবক খুশি প্রকাশ করেন।

রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৫ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন, বিএম কারিগরি কেন্দ্রে ১৫ জন, আবাদতাকিয়া মাদ্রাসা কেন্দ্রে ২৩ জন, নেকমরদ সরকারি আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন নেকমরদ কুসুমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ জন, নেকমরদ কারিগর কেন্দ্রে ৯ জন সহ মোট ৬৪ পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

রাণীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার হোসেন বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে সকাল ১০টায় পরীক্ষা আরাম্ভ হয়। প্রথম দিনে ৭টি কেন্দ্রে ৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত