Thursday , 4 November 2021 | [bangla_date]

ফায়ার সার্ভিস-সিভিল ডিফেন্সকেআধুনিক করছে সরকার’ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদস সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সময়ের সঙ্গে খাপ খাওয়াতে বর্তমান সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিক করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। বিভিন্ন দফতরের উন্নয়নের সঙ্গে সঙ্গে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরেরও ধারাবাহিক উন্নয়ন করে যাচ্ছেন। এরই মধ্যে তিনি অধিদফতরের অনেক চাওয়া-পাওয়া পূরণ করেছেন। ফলে দিন দিন আধুনিক হয়ে গড়ে উঠছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। ‘অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি যুক্ত হয়েছে। ফায়ার সার্ভিস এখন শুধু আগুন নেভায় না, ভবনে আটকে পড়া মানুষ, সড়ক দুঘর্টনায় আহত ব্যক্তি, ডুবে যাওয়া ভিকটিমকে উদ্ধারসহ সমাজে সচেতনতার জন্য বিভিন্ন মহড়া পরিচালনা করে। এটিই একমাত্র বাহিনী যারা টাকার বিনিময়ে কোনো কিছু করে না। এ বাহিনী মানুষের সেবায় কাজ করে। এর কোনো সদস্য কোনো দিন বলে না, টাকা না দিলে আগুন নেভাতে যাব না। ’ ৪ নভেম্বর বৃহস্পতিবার কাহারোল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, কাহারোল থানার ওসি মো. রইস উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন।আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহারোল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুল করিম।এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্বোধনী করেন এমপি গোপাল।
বীরগঞ্জে ইএসডিও এর আর্থিক সহয়তা প্রদান

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কোভিড-১৯ সংকট মোকাবেলার জন্য ইএসডিও এর রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্ডিজিনাস এ্যান্ড ভালনারাবস পপুলেশন্স থ্রো এম্পায়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের আওতায় আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের নিজপাড়া মিশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইকো-সোশ্যল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে হেক্স ও ইপার এর সহযোগিতায় আর্থিক সহয়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। নিজপাড়া ইউপি চেয়ারম্যান এম এ খালেক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রাখেন ইএসডিও রিভাইভ প্রকল্পের ফোকাল শামীম হোসেন পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিও রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহবুবুল হক। এসময় প্রকল্প অফিসার রাজিউর রহমান, উপজেলা অফিসার মোসলেমা খাতুন, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার আক্তারুল ইসলাম, হোসনেয়ারা স্বপ্না, জান্নাতুল ফেরদৌসী ও লাবনী আক্তার সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নিজপাড়া ইউনিয়নের ১০৫ জনের মাঝে ৪ হাজার টাকা করে আর্থিক সহয়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট বন্ধ

ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী হকি প্রশিক্ষণ উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেসব্রিফিং ও মতবিনিময়

দিনাজপুরে বিজিবির ফ্রি চিকিৎসা কার্যক্রমে বিজিবি সবসময় সীমান্ত এলাকার মানুষের পাশে আছেন ও থাকবেন–৪২ বিজিবির অধিনায়ক

পঞ্চগড়ে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগ

নাগরিক ফোরাম কমিটির উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ

শতভাগ স্কাউটস উপজেলার স্বীকৃতি পেল আটোয়ারী

বৃত্তি পাচ্ছে না পিইসি ও জেএসসির শিক্ষার্থীরা

পীরগঞ্জে আইন শৃংখলা বিষয়ক সভা

তেঁতুলিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত