এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১ তৃতীয় ধাপের ১ হাজার ৭টি ইউনিয়নে এক যোগে আগামী ২৮ নভেম্বরে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সে মোতাবেক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৮টি ইউনিয়নে গত ২ নভেম্বর শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৩ জন ও সাধারণ সদস্য পদে ২’শ ৭০ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করছেন।
সে মোতাবেক গতকাল ৪ নভেম্বর বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা ৭ ও সাধারণ সদস্য ৪ সর্ব মোট ১৩ জন প্রার্থীর বিভিন্ন ভুল-টুটি ও শর্ত ভঙ্গের কারণে এদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাহেছে। চেয়ারম্যান প্রার্থীরা হলো, ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের বাবুল আকতারের বার্ষিক আয় সোয়া ৫ লক্ষ ব্যয় সাড়ে ৫ লক্ষ দেখানো হয়েছে। ৫ নং দুওসুও ইউনিয়নের মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু বাংলাদেশ ইক্ষু করপোরেশন অধিদপ্তরের চাকুরীজীবি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.দলিল উদ্দীন জানান, যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারা নির্বাচনী বিধি ১৪(৩) এর অধীনে রিটার্নিং বাছাইয়ের নির্ধারিত তারিখের পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত বাতিলা আদেশের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের নিকট আপিল নিষ্পত্তি করতে পারবেন বলে জানান।