Sunday , 7 November 2021 | [bangla_date]

বীরগঞ্জের শতগ্রাম ইউপিতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত বীরগঞ্জ উপজেলা। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১টি ইউপিতে প্রার্থীরা জোরেশোরে প্রচার চালাচ্ছেন। যদিও এখন পর্যন্ত এই উপজেলার তফসিল ঘোষণা হয়নি। তারপরও থেমে নেই প্রচার-প্রচারণা। সাম্ভাব্য প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি-বাড়ি, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পোষ্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন। পাড়া-মহল্লা ও হাটবাজারে সাধারণ মানুষের মধ্যেও ভোট নিয়ে চলছে নানা গুঞ্জন। উপজেলার ৩নং শতগ্রাম ইউপিতে এবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৫ জন প্রার্থী আত্মপ্রকাশ ঘটিয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ৩ জন, অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২ জন। শতগ্রাম ইউপিতে বিগত নির্বাচনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা এবারও ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আদর্শ প্রধান শিক্ষক গোলাম মোস্তফা দায়িত্ব পালনকালে বিভিন্ন জনসংগঠন,যেমন জাতীয় মানবাধিকার সোসাইটি কর্তৃক প্রদত্ত মানবাধিকার সম্মেলন ২০১৬, বাংলাদেশ ওয়ালফেয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত বঙ্গবীর জেনারেল ওসমানী গোন্ডেন এ্যাওয়ার্ড -২০২০,স্বাধীনতার সংসদ বাংলাদেশ কর্তৃক প্রদত্ত বিজয় দিবস সন্মাননা ২০১৯, ২০১৬ সালে উপজেলা পর্য়ায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার গুনগত মান উন্নয়ন সহ জেএসএসি ও এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল সৃষ্টি করায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেকায়েব থেকে প্রতিষ্ঠানকে সনদ ও এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করেন। উপজেলা পর্যায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ ফলাফল অর্জন করায় মাস্তুরা গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন স্বারক ২০১২ সহ আরো অন্যান্য সম্মাননা পদক লাভ করেছেন। মোট কথা শিক্ষা নীতিতেও যেমন তিনি আদর্শ শিক্ষক হিসেবে সুখ্যাতি পেয়েছেন তেমনি আওয়ামী লীগের তৃণমূল রাজনীতিতেও আদর্শ একজন নেতা ও সমাজসেবক হিসেবে বিশেষ উপাধি অর্জন করেছেন গোলাম মোস্তফা। বিগত ইউপি নির্বাচন তিনি নৌকা মার্কা নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নে প্রতিদ্বন্দিতা করেছেন। ১ম বার চেয়ারম্যান হতে না পারলেও তিনি রাজনৈতিক হালও ছাড়েননি। আসন্ন ইউপি নির্বাচন -২০২১ উপলক্ষ্যে তার সাথে একান্ত আলাপচারিতায় জানা যায়,এবারও তিনি নৌকা মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং শতভাগ বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা সাবেক চেয়ারম্যান হুরমত আলী দলীয় মনোনয়ন পেতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন । এছাড়াও দলীয় মনোনয়ন চাইবেন শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি, নতুন প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিকাশ দেবনাথও বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রমের বিষয়টি কাজে লাগিয়ে নৌকা মার্কার পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শতগ্রাম ইউপির বর্তমান চেয়ারম্যান ডাঃ কেএম কুতুবউদ্দিন বহুল পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি কয়েকবারের নির্বাচিত চেয়ারম্যান, প্রভাবশালী, ক্ষমতাধর, দাপুটে প্রার্থী। যে কোন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম বলে শতগ্রামের অনেক ভোটাররাই তাদের মতামত জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

“প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানে প্রবেশাধিকার নিশ্চিতকরণ“ শীর্ষক গোলটেবিল বৈঠক

বীরগঞ্জে দিনব্যাপী জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যেভাবে এইচএসসির ফরম পূরণের টাকা ফেরত পাবেন শিক্ষার্থীরা

দাঁড়িয়ে থেকে তিন দশক পর প্রথম প্রেমিকের সঙ্গে মায়ের বিয়ে দিলেন দুই মেয়ে!

খানসামা উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ সফিউল আযম চৌধুরী লায়ন

ঘোড়াঘাটে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জাহিদ হোসেন

হরিপুরে কাস্তের আঘাতে প্রাণ গেলো স্ত্রীর, আটক স্বামী

ঠাকুরগাঁওয়ে সত্যপীর ব্রিজ নির্মাণ– ৩ দফা দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বীরগঞ্জে দুই মোটরসাইকেল চোরের সক্রিয় সদস্যকে গণধোলাইয় দিয়ে থানায় সোর্পদ