Sunday , 21 November 2021 | [bangla_date]

মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশ নারী দলের। বড় লক্ষ্য তাড়ায় শেষ চার ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪১ রান। ক্রিজে তখন সেট ব্যাটার রুমানা আহমেদ ও নতুন ব্যাটার সালমা খাতুন। ১৮তম ওভারকে দারুণভাবে কাজে লাগান এই যুগল। ওমাইমা সোহেলের করা সেই ওভারে ১৮ রান তুলে নিয়ে ম্যাচের গতি প্রকৃতি নিজেদের দিকে নিয়ে আসেন তারা। ব্যাট হাতে ঝড় তোলেন রুমানা। আর তাতেই জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো টাইগ্রেসরা।

রোববার জিম্বাবুয়ের হারারেতে ওল্ড হারারিয়ানস মাঠে তিন উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই পেরিয়ে যায় নিগার সুলতানার নেতৃত্বাধীন টাইগ্রেসরা। ব্যাট হাতে ৪৪ বলে ৬ বাউন্ডারিতে দুর্দান্ত অর্ধশতকে অপরাজিত ছিল রুমানা।

লক্ষ্য তাড়ায় শুরুর দিকে কচ্ছপ গতির ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। নির্ভরযোগ্য ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে শারমিন নাহার ও ফারজানার হকের ব্যাটে রান পেলেও সেটা ছিল ধীর গতির। দল তখন প্রায় হারের দিকে এগোচ্ছিল। দলের বিপদের সময় ব্যাট করতে আসা রুমানা আহমেদ ও রিতু মনির ব্যাটে ম্যাচে ফিরে বাংলাদেশ।

প্রথম ৪০ ওভারে মাত্র ১১৩ তোলা বাংলাদেশের সামনে শেষ দশ ওভারে ৮৯ রানের লক্ষ্য। তবে ব্যাট হাতে রিতু-রুমানার যুগল বন্দিতে ম্যাচ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে। ৪৫তম ওভারে ফাতিমা সানাকে পরপর তিনটি চার হাঁকিয়ে বোল্ড হন রিতু। ৩৭ বলে ৩৩ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।

রিতুর বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা লতা মন্ডল ও ফাহিমা খাতুন দুইজনে ফেরেন শূন্যরানে। শেষের দিকে সালমা খাতুনকে নিয়ে ওমাইমার এক ওভার থেকে ১৮ রান আদায় করেন রুমানা। তাতেই দলকে জয়ের কাছাকাছি টেনে নেন তিনি। আর তাতেই পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু হলো বাংলাদেশের মেয়েদের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার রচিত গীতিকাব্য ‘মন পবন’ এর মোড়ক উন্মোচন এবং মৌলিক গানের অনুষ্ঠান সুরে সুরে মন পবন

দিনাজপুরে জন্মাষ্টমী উৎসবের আলোচনা সভায় মনোরঞ্জন শীল গোপাল এমপি সত্য-সুন্দর ও কল্যানের জন্য শ্রী কৃষ্ণের আবির্ভাব হয়েছিল

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের এর আয়োজনে মহিলা সমাবেশ ।

বীরগঞ্জে এক সন্তানের জননীর আত্মহত্যা

ডেইরী ক্যাসেল ফার্ম পরিদর্শনকালে ড. নাহিদ রশীদ প্রাণি সম্পদের উন্নয়নে বর্তমান সরকার যথেষ্ট অন্তরিক

দিনাজপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

বীরগঞ্জ বিএনপির বিক্ষোভ ও সমাবেশে পুলিশের বাঁধা

বোদায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

আটোয়ারীতে কঙ্কাল চুরি চক্রের  মূল হোতা গ্রেফতার

আটোয়ারীতে কঙ্কাল চুরি চক্রের মূল হোতা গ্রেফতার

পীরগঞ্জে মাকে মারধর করায় পুত্রকে এক বছর কারাদন্ড