Friday , 19 November 2021 | [bangla_date]

রাণীশংকৈলে জমির শ্রেণি পরিবর্তন করে শ্মশানের জমি দখল

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হিন্দু সম্প্রদায়ের ব্যবহার্য শ্মশানের জমির শ্রেনি পরিবর্তন করে দখলের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

সি.এস এবং এস.এ রেকর্ডভুক্ত শ্মশানের জমি দখলের ঘটনাটি ঘটেছে উপজেলার ভুকুরগাঁও গ্রামে।

ভুকুরগাঁও গ্রামের নন্দ কুমার রায় ও দেবুলাল রায় জানান, আমরা জানি, শুনেছি এবং দেখেছি ওই জমিতে আমাদের বাপ-দাদার আমলের লোকজনের মরদেহ সেখানে পোড়ানো হতো। এখন কিছু অসাধু লোক আমাদের শ্মশানের শ্রেণি পরিবর্তন করে দখল করেছে। আমরা এর প্রতিকার চাই।

ভুকুরগাঁও শ্মশানঘাট কমিটির সম্পাদক বাবুল কুমার রায় বলেন, সি.এস এবং এস.এ রেকর্ডে ভুকুরগাঁও মৌজার ৫১৫ এবং ৫১৬ দাগে জমির শ্রেনি রয়েছে শ্মশান। দুই দাগে মোট জমির পরিমান ২ একর ৭৭ শতক। এই জমির মধ্যে মাত্র ৫ শতক জমি শ্মশান কালিমন্দিরের দখলে রয়েছে। বাকি জমি বেদখল রয়েছে।

তিনি আরো জানান, শ্মশান কমিটির আয়োজনে ওই কালি মন্দিরে মেলার সময় অনেক দর্শনার্থী পুজা অর্চনা নিয়ে ব্যস্ত সময় পার করে। শ্মশানের নামে এত জমি থাকার পরও আমরা কেন এ জমি ব্যবহার করতে পারছিনা । এবং তিনি আরো বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে রেকর্ডীয় শ্মশান এর নামীয় জমা জমির শ্রেণী পরিবর্তন না করা প্রসঙ্গ আপত্তি এবং খারিজ বাতিলের আবেদন করেছে শ্মশান ঘাট কালি মন্দির কমিটি।

এই বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, আমি আবেদন পেয়েছি। শ্মশান ঘাটের জমি বিষয়ে ইউনিয়ন তহশিলদার কে দায়িত্ব দেওয়া হয়েছে। তহশিলদারের দেওয়া প্রতিবেদন হাতে পেলে দুপক্ষ কে শোনানির নোটিশ করা হবে এবং শেষে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ১০ম স্কাউটস সমাবেশ শুরু

হরিপুরে গণহত্যা দিবস পালন করেছেন উপজেলা ছাত্রলীগ

রাণীশংকৈলে নির্মাণের তিন মাসে উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং

শিক্ষার্থীরা যেন পথভ্রষ্ট না হয় সেজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে -রমেশ চন্দ্র সেন

চিরিরবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

জনবল সংকটে বীরগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স, ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা

জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে ‘সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ

দিনাজপুরে ফিজিয়িান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় দুটি ফামের্সিকে জরিমানা

মহানবী কে অবমাননা ও ব্যঙ্গ কার্টুন বানানোর প্রতিবাদে পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আমার নেতৃত্বে ৯ জন চেয়ারম্যান ৫৭জন মেম্বার তৈরি করেছি ——-রাণীশংকৈলে জেলা পরিষদ চেয়ারম্যান