Monday , 29 November 2021 | [bangla_date]

শিবরামপুর ও সাতোর ইউনিয়ন আ,লীগ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের বিজয় সুনিশ্চিত করার লক্ষে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন ১ নং শিবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী সত্যজিৎ রায় কার্তিক ও এরপরে রাতে জিন্দাপীর দারুস সালাম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ৯ নং সাতোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কার প্রার্থী মোঃ জাকির হোসেন রাজাকে বিজয়ী করার লক্ষ্যে যৌথ বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দিনাজপুর- আসনের সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম, সাবেক সাংসদ আব্দুল হক সবুজ, বীর মুক্তিযোদ্ধা দধি নাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, সহ-সভাপতি মোঃকরিমুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু, মোঃ শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সরকার, আবুল খাইর, পৌর আওয়ামী লীগের নেতা রতন ঘোষ পিযূষ প্রমূখ। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁকে মনোনয়ন দিয়েছেন তাঁর পক্ষে থেকেই নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। ইউপি নির্বাচনে অনেকেই মনোনয়ন চেয়ে আবেদন করেছেন কিন্তু সবাই তো মনোনয়ন পাইনি। তাই বলে নৌকার বিপক্ষে যাওয়া ঠিক হবে না। ৯টি ইউনিয়নে যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে তাঁকে সমর্থন দিয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। কারণ নৌকা প্রতীক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী- সমর্থক সহ শিবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সাতোর ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে ২৬ ডিসেম্বর আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীদের বিজয় অর্জন করতে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে নির্মানাধীন ব্রীজে মটরসাইকেল দুর্ঘটনা! দায়ভার নিবে কে ?

ওয়ার্ল্ড ভিশনের শিশু নেতৃত্বে প্রচারণা হিসেবে “আমার গ্রাম-আমার দায়িত্ব” শীর্ষক বাল্য বিবাহ মুক্ত গ্রাম করার লক্ষে প্রচারনা

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা এস এম এ খালেকের দাফন সম্পন্ন

এবার ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করল জনসন অ্যান্ড জনসন

ঠাকুরগাঁওয়ের আদি ফসল কাউন যব ঢেমসি বিলুপ্তির পথে

কাহারোলে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত

পার্বতীপুরে ট্রাক-ট্রেনে সংঘর্ষ, ৫ বগি উল্টে ভুট্টা ক্ষেতে

কাহারোলে যত্রতত্র এলপি গ্যাসের রমরমা ব্যবসা

বীরগঞ্জে প্রচণ্ড তাপদাহ পথচারীদের বোতল পানি বিতরণ

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবীতে মানববন্ধন