Tuesday , 7 December 2021 | [bangla_date]

আটেয়াারীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় (৬ ডিসেম্বর) আটোয়ারী প্রেসক্লাব ভবনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক মনোজ রায় হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন এবং প্রধান আলোচক হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বিপেন চন্দ্র রায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে কাউন্সিলে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের অন্যতম সদস্য নারায়ন চন্দ্র ঝাঁ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রদীপ কুমার বর্মণ, সদস্য উত্তম কুমার সেন, রতন বিলাস বর্মন ও সাংবাদিক নিতিশ চন্দ্র বর্মন প্রমুখ। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন প্রথম অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং তার সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের উপস্থিতিতে পুনরায় সর্ব সম্মতিক্রমে সাংবাদিক মনোজ রায় হিরুকে সভাপতি এবং ব্যবসায়ী গনেশ চন্দ্র ঘোষ ভানু কে সাধারণ সম্পাদক নির্বাচন করে অনুমোদন দেন জেলা কমিটি। সেইসাথে আগামী তিন কার্য্য দিবসের মধ্যে পুনঃ নির্বাচিত সভাপতি ও সম্পাদককে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য জেলা পূজা উদযাপন পরিষদ বরাবর প্রেরন করতে নির্দেশনা প্রদান করেন।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সভাপতি ও সম্পাদক তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অতীতের ন্যায় আগামীতেও এলাকার সনাতনী সম্প্রদায় সহ সর্বস্তরের মানুষের সুখে-দুখে তারা পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। পাশপাশি সর্বক্ষেত্রে উপজেলাবাসী সহ সবার আন্তরিক সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেছেন। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলিতে কেজিতে ১০টাকা কমেছে পেঁয়াজের দাম

বীরগঞ্জে সূর্যমুখীতে ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন কৃষক

সমাজ পরিবর্তনে যুবকরাই হবে অগ্রণী শক্তি — বীরগঞ্জে যুব সমাবেশে মাওলানা রবিউল ইসলাম

দিনাজপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

পঞ্চগড়ে এস.এ পরিবহন থেকে চার হাজার ৮শত পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

হরিপুরে সেটেলমেন্ট অফিসের আপত্তি অফিসারের বিরুদ্ধে ঘুঁষ বাণিজ্যের অভিযোগ!

পীরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বীরগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন, নেসকো নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লিগ্যাল এইডে অভিযোগ

বীরগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে