Sunday , 19 December 2021 | [bangla_date]

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯-১০ এর মধ্যে ওঠানামা করছে হাড়কাঁপানো শীত, শৈত্যপ্রবাহ

আসরাফুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধিঃ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে তেঁতুলিয়ায়। হাড়কাঁপা শীতে কাঁপছে প্রান্তিক জনপদের আপামর মানুষ। গত এক সপ্তাহ ধরে ৯-১০ এ ওঠানামা করছে তাপমাত্রা। টানা ২০ দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। রোববার সকাল ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে প্রথম শ্রেণির আবহাওয়া অফিস।

ডিসেম্বরজুড়েই ভোর-সন্ধ্যা-রাতে প্রচণ্ড শীত অনুভব হচ্ছে। বিকেল থেকেই ঠান্ডা বাতাস বইতে দেখা যায়। এই ঠান্ডা বাতাসে অনুভূত হয় শীতের প্রকোপ। সূর্যের আলোয় উষ্ণতা ছড়ালেও শীতের চাদরে ঢাকে পড়ন্ত সন্ধ্যা। শিরশির করে সুইয়ের মতো প্রবেশ করে কনকনে শীত। রাত গভীর হতে থাকলে বাড়তে থাকে শীতের মাত্রা। প্রত্যন্ত অঞ্চলগুলোতে বাড়ির উঠোনে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত অনেকেই শীতের গরম কাপড় পরতে দেখা যায়। এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে শীতের প্রকোপ বেশি হয়ে থাকে।

এবার শীতের কুয়াশা তেমন না থাকলেও কনকনে শীতের কারণে নিম্নবিত্ত, দিনমজুরদের সকাল সকাল কাজে যেতে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে বাধ্য হয়েই কনকনে শীতের মধ্যেই কাজে যেতে দেখা যায়। চা-বাগানগুলোতে শীতের কারণে পাতা তুলতে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের।

শীত নিবারণে শহরের হাটবাজারের ফুটপাতের কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ক্রেতাদের মধ্যে কেউ নিম্নবিত্ত, কেউ শ্রমিক আবার বিত্তশালীরাও কিনে নিচ্ছেন আধা পুরানো গরম কাপড় জ্যাকেট, সুয়েটারসহ বিভিন্ন প্রয়োজনীয় গরম কাপড়।

এদিকে শীতের মধ্যে বেড়েছে শীতজনিত নানান ব্যাধি। হাসপাতাল, ক্লিনিকগুলোতে জ্বরসর্দি, কাশিসহ বিভিন্ন শীতজনিত রোগীর ভিড় লক্ষ করা গেছে। শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন।

উপজেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শীত বেড়েছে। নভেম্বরের বেশির ভাগ ও ডিসেম্বর শুরু থেকেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এক সপ্তাহ ধরেই ১০-এর নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে।

রোববার সকাল ৯টায় ০৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এ ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

বিরলে যুবাদের শিশু সাংবাদিতকা বিষয়ক প্রশিক্ষণ

দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসির ফলাফলে পাসের হার-৫৭ দশমিক ৪৯, এবার কমেছে পাসের হার ও জিপিএ-৫

উন্নয়নের অগ্রগতির প্রতীক শহীদ জিয়ার রাজনীতি-কর্মী সম্মেলন

কাহারোলে লিচুর বাগানগুলোতে সারিবদ্ধ মৌ-বক্স, মৌ-মাছির গুণগুণ শব্দে মূখরিত এলাকা

শিক্ষাজীবন স্বাভাবিক করতে গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার

তেঁতুলিয়ায় ২৩টি ভারতীয় গরু উদ্ধার

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা এবং ফ্রি ছানি অপারেশন ক্যাম্প

আটোয়ারীতে আগুনের লেলিহান শিখা কেড়ে নিল পুলিশ সদস্যের স্বপ্নের বাড়ি

৭৫রে বঙ্গবন্ধুকে হত্যার পর মূলত বাংলাদেশকে হত্যা করার চেষ্ঠা করা হয়েছে – নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী