আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ‘”আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকারি কর্মকর্তা সহ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, দুর্নীতি বিরোধী কমিশন দিনাজপুর জেলার উপ পরিচালক সাইদুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসা সরকার, সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ।

















