Wednesday , 29 December 2021 | [bangla_date]

পীরগঞ্জে চুরির ঘটনায় দুই যুবক গ্রেফতার

পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি ঃ বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, শহরের থ্রি স্টার মেশিনারিজ দোকানে চুরি সহ বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে শহরের রঘুনাথপুর মহল্লার মৃত তোজাম্মেল হকের ছেলে কুখ্যাত চোর মহসিন আলী ডিংগাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের রঘুনাথপুর মুন্সিপাড়ার মজিবর রহমানের ছেলে মামুন ছোটকাকে আটক করে পুলিশ। তারা চুরির ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় চুরির মামলা করা হয়েছে।
উল্লেখ্য, গত রোমবার রাতে শহরের পূর্ব চৌরাস্তার শহিদ অধ্যাপক গোলাম মোস্তফা সড়কের থ্রি স্টার মেশিনারিজ দোকানে চুরির ঘটনা ঘটে।

সর্বশেষ - ঠাকুরগাঁও