Tuesday , 7 December 2021 | [bangla_date]

পীরগঞ্জে নির্বাচনী সহিসংতায় ১৪৬৭ জনের বিরুদ্ধে ৩টি মামলা

পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি ঃ তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাওয়ের পীররগঞ্জে বিভিন্ন কেন্দ্রে সহিসংতার ঘটনায় গুলিতে ৩ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহতের ঘটনায় ১ হাজার ৪৬৭ জনের বিরুদ্ধে থানায় পৃথক ৩ টি মামলা হয়েছে। হতাহতের ঘটনা মামলার বাদি হয়েছেন থানা পুলিশ। অন্য দু’টির বাদি হয়েছেন দুই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। মারপিট, ভাংচুড় ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রিজাইডিং আফিসারদের দায়ের করা দুটি মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। হতাহতের ঘটনার মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। ৩ মামলায় এজাহার নামীয় এবং অজ্ঞাত নামা আসামীদের বাড়ি উপজেলার ঘিডোব, হাবিবপুর, শিবপুর, কালিয়াগঞ্জ, রাধিকাপুর, ইন্দ্রোইল ও জগন্নাথপুর গ্রামে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। খনগাও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন শেষে রাতে ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজন ম্যাজিষ্ট্রেট সহ আইন শৃংখলা বাহিনীর উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিজিবি গুলি ছুড়ে। এতে ৩ জন নিহত ও কয়েকজন আহত হয়। এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বরত পুলিশের এস আই আব্দুল হামিদ মন্ডল বাদি হয়ে পরদিন ঐ এলাকার অজ্ঞাত নামা ৭০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এদিকে বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রোইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ফলাফল নিয়ে রাতে এক মেম্বার প্রার্থীর সমর্থকরা ভোটের দায়িত্বে থাকা অফিসারদের কেন্দ্রে আটক করে রাখার পাশাপাশি মারপিট করে। এ ঘটনায় ঐ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলার ভাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান বাদি হয়ে ৬১০ জনে বিরুদ্ধে ১ ডিসেম্বর থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত নামা।
অপরদিকে ভোমরাদহ ইউনিয়নের রাধিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিকালে জোর করে ভোট দিতে না দেওয়ায় কেন্দ্রের দায়িত্বরত পুলিশের এএসআই মহিদুলকে মারপিট করে এক প্রার্থীর লোকজন। এতে ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক আকিমউদ্দীন বাদি হয়ে ৪ ডিসেম্বর ৭ জনের নাম উল্লেখ সহ ১৫৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ মামলা অজ্ঞাত নামা আসামী ১৫০ জন।
থানার ওসি আরো জানান, ঐ তিন মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে। হতাহতের ঘটনায় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তারাও তদন্ত করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে করোনায় একদিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৩০১

ইমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার হারাম-হালালের বিষয়টি মাথায় রেখে মানুষকে সুন্দর পথ রচনা করতে হবে

আগামীতে এই টুর্নামেন্টে পুরস্কার হিসেবে থাকবে দেড় ভরি সোনা চতুর্থ দিনাজপুর সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মা ইলেকট্রনিস

পঞ্চগড়ে জাগপার ইফতার মাহফিল

পঞ্চগড়ে আইনজীবীর হাতে শ্রমিক নেতা লাঞ্চিত তিন ঘন্টা পর শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

পার্বতীপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

সরকার কৃষক ও কৃষিবান্ধব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে একটি অবৈধ কারখানা কাগজ পত্রছাড়াই ড্রামের ময়লাযুক্ত তেল বোতলে ভরে বিক্রি করা হচ্ছে

বোদায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা উৎসব অনুষ্ঠিত