Monday , 13 December 2021 | [bangla_date]

পীরগঞ্জে পৃথক ভুমি কমিশন গঠনের দাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের মানববন্ধন

পীরগঞ্জ প্রতিনিধি: সমতল আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠনের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের মানুষ।
সোমবার সকালে শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টা ব্যাপী এ কর্মসুচি পালন করেন তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, আদিবাসি নেতা ফ্রানন্সি বাস্কে, দাউদ সরেন, কাজেন্দ্র নাথ, ভুট্টু হাজদা, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের পরিচালক কাজী সিরাজুস সালেকিন, উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, পাহাড়ী আদিবাসীদের জন্য ভুমি কমিশন গঠন করা হয়েছে। কিন্তু সমতলে অসংখ্য আদিবাসী রয়েছে। তাদের জন্য এখনো ভুমি কমিশন গঠন করা হয়নি। এতে সমতলের আদিবাসীরা দিন দিন ভুমি জটিলতায় পড়ছে। ভুমি দস্যুরা নানা কৌশলে তাদের জমি দখল করে নিচ্ছে। অবিলম্বে এসব সমস্যা সমাধানে সমতলের আদিবাসীদের জন্য পৃথক কমিশন গঠনের দাবি জানান বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত