Sunday , 19 December 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্যদ্রব্য,ধোলাই ও ষ্টেশনারী টেন্ডারে দরপত্র দাখিলে বাধার অভিযোগ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: জেলার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্যদ্রব্য সরবরাহ, লীলেন (ধোলাই) ও ষ্টেশনার-২ টেন্ডারের দরপত্র দাখিলে বাধা প্রদানের ঘটনায় লিখিত অভিযোগ করেছে মাহাবুব আলম নামের এক ভুক্তভোগী। আজ ১৯ ডিসেম্বর রবিবার লিখিত অভিযোগে জানা যায়, আমি নি¤œস্বাক্ষরকারী অত্র উপজেলাধীন ৮নং বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী কাশিডাঙ্গা গ্রামের বাসিন্দা। অদ্য ১৯ ডিসেম্বর-২১ রবিবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত পথ্য, লীলেন ধোলাই ও ষ্টেশনারী মালামাল সরবরাহের দরপত্র দাখিলের ধায্য দিন ছিল।
অদ্য ১৯ ডিসেম্বর-২১ ইং তারিখে সকাল অনুমান ১১ ঘটিকায় আমি উল্লেখিত পণ্য সরবরাহের দরপত্র দাখিল করার উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। ওই সময় বালিয়াডাঙ্গী উপজেলার কয়েকজন স্থানীয় ব্যাক্তি আমাকে দরপত্র দাখিলে বাধা দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক উলিউল্লাহ লিটুর কক্ষে আমি উল্লেখিত অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ করলে তারা আমার টেন্ডার খামসহ দরপত্রটি ছিঁনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। আমাকে দরপত্র দাখিলে বাধা দেওয়ার কারণে আমি সহ অন্যান্য দরপত্র দাতাগণ যথা সময়ে দরপত্র দাখিল করতে পারিনি। এমন অভিযোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তার বরাবরে বড়বাড়ী কাশিডাঙ্গা গ্রামের বুধু মোহাম্মদ এর ছেলে ভুক্তভোগী মাহাবুব আলম লিখিত ভাবে এ অভিযোগ করেন।
বালিয়াডাঙ্গীর বিশিষ্ট কাঠ ও সো-মিল ব্যবসায়ী মোঃ আলম স্থানিয় সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের কখন টেন্ডার বিজ্ঞপ্তি হয়? এলাকাবাসি ও স্থানীয় আগ্রহী ব্যাক্তিরা তা জানতেও পারেনা। তিনি আরও বলেন, আমি অন্তত ২৫ থেকে ৩০ বছর যাবত দেখে আসছি, হাসপাতালের চিহ্নিত একই ব্যাক্তিগণ খাদ্যদ্রব্য সরবরাহ, লীলেন (ধোলাই) ও ষ্টেশনার মালামাল সরবরাহের দরপত্র সু-কৌশলে গ্রহন করে তাদের ইচ্ছামতো ব্যবসা করছে। সুবিধাবাদী এই ব্যাক্তিদের পরিবর্তন হয় না।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তার এ.এস.এম আলমাস জানান, খাদ্যদ্রব্য সরবরাহ, লীলেন (ধোলাই) ও ষ্টেশনার মালামাল সরবরাহের দরপত্র জমা প্রদানে বাধা ও টেন্ডার খামসহ দরপত্রটি ছিঁনিয়ে নেওয়ার বিষয়টি আমি মুঠোফোনে জেনেছি এবং উক্ত ভুক্তভোগী ব্যাক্তিকে সংশ্লিষ্টি অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেতে বলেছি। উক্ত টেন্ডারের জমাকৃত দরপত্র চুড়ান্ত মুল্যায়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকায় বিশেষ প্রশিক্ষণে থাকার কারণে আগামী বুধ, বৃহস্পতিবার কর্মস্থলে এসে করা হবে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহাম্মেদ জানান, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ্য (খাদ্যসামগ্রী) সরবরাহ, লীলেন (ধোলাই) ও ষ্টেশনার মালামাল সরবরাহের টেন্ডার গত জুন অর্থ বছরে শেষ না হয়ে ডিসেম্বর-২১ মাসে কেন? তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা না থাকায় টেন্ডার দেয়া সম্ভব হয়নি। টেন্ডারের দরপত্র দাখিলে বাধা প্রদারেন অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা এ.এস.এম আলমাস যথাযথ ব্যাস্থা গ্রহন করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি ও থাইল্যান্ডের কাসেটসার্ট ইউনিভার্সিটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিএনপি-জামায়াত একটি উশৃংখল রাজনৈতিক দল -রমেশ চন্দ্র সেন

লকডাউনের পঞ্চমদিনে গ্রেফতার ৪১৩, জরিমানা সাড়ে ১৩ লাখ

মধ্যপাড়া পাথরখনির উৎপাদন সাময়িকভাবে বন্ধ

জেলা তথ্য অফিসের উদ্দ্যোগে ইমামদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা

রাণীশংকৈলে চিরনিদ্রায় শায়িত হলেন-শেফালী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, রাষ্ট্রীয় দাফন চান না, জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেছেন।

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে    দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদ তেঁতুলিয়া

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদ তেঁতুলিয়া

হরিপুরে জেলা পরিষদের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ

ওয়ার্ল্ড ভিশনের পরিকল্পনা প্রনয়ণ সভায় সদর ইউএনও অংশগ্রহন মূলক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে