Saturday , 11 December 2021 | [bangla_date]

বীরগঞ্জে ইউপি নির্বাচনের মাঠে প্রার্থীদের জোর প্রচার প্রচারণায়

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী চতুর্থ ধাপে নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর কে কেন্দ্র করে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর,সুজালপুর, মোহাম্মদপুর, সাতোর, মোহনপুর ও মরিচাসহ ৯টি ইউনিয়নে চেয়ারম্যান ও সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের নির্বাচনীয় জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা নির্বাচনীয় মাঠে দিনে প্রার্থীরা তেমন না থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে চলে তাদের জোর তৎপরতা। গতকাল শুক্রবার সন্ধ্যা ও রাতে শিবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচননকে সামনে রেখে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সত্যজিৎ রায় কার্তিকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে মোটরসাইকেল শোডাউন, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনীয় অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নৌকা মার্কার মনোনীত প্রার্থী সত্যজিৎ রায় কার্তিক তার কর্মী সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ, মোটরসাইকেল শোডাউন ও শিবরামপুর ইউনিয়নের সাহডুবি, মিলন বাজার,রথ বাজার, মদন সাকো,ধনগাঁও,শিবরামপুর নতুন হাট সহ বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনীয় অফিস উদ্বোধন শেষে পথসভায় জয়নাল আবেদীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমূল্য রতন রায়,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য পরিমল রায়,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ইউনিয়ন সভাপতি নলোনী মোহন রায়, আওয়ামী লীগ নেতা আনোয়ার সাদাত মাষ্টার, জয়নাল আবেদিন,সৈনিকলীগের সাধারণ সম্পাদক রতন শর্ম্মা, আব্দুর রশিদ,প্রদীপ রায় প্রমুখ। অন্যদিকে উপজেলার ১১নং মরিচা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে ডাঙ্গাপাড়ায় নৌকা মার্কার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.আতাহারুল ইসলাম চৌধুরী হেলালের নির্বাচনীয় পথসভায় মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকতারুল ইসলাম চৌধুরী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ। অপর দিক শুক্রবার রাতে উপজেলার সুজালপুর ইউনিয়ন পরিষদের (স্বতন্ত্র) ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী মো.দুলাল হোসেনের নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর নিয়ে পূর্ব চাকাইও চাকাই মাঝা কমোরপুর কোল্ড ষ্টোর পাড়ায় উঠান বৈঠক শেষে জগদল বাজার সহ বিভিন্ন ওয়ার্ডের পথসভায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে নানা ধরণের প্রতিশ্রুতি দেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ দুলাল হোসেন। সবমিলিয়ে ২৬ ডিসেম্বর ২০২১ ইং অনুষ্ঠিতব্য বীরগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নে চলছে নির্বাচনী উৎসাহ – উদ্দীপনা, প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গ্রামীন রাস্তা- ঘাট সহ হাট বাজারগুলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ইন্তেকাল

বোচাগঞ্জে চাদাঁবাজি মামলায় এনসিপি নেতাসহ আটক দুই

বিএনপি ঠাকুরগাঁওয়ের কোন উন্নয়ন করতে পারেনি — রমেশ চন্দ্র সেন এমপি

​হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযানে র‍্যাব

আটোয়ারীতে ইউএনও মোঃ অরিফুজ্জামান-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বীরগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সহ ৩ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সভা

শেখ হাসিনার কোনো বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বাংলাদেশ ন্যাজারীণ মিশন কৃষি ও জীবিকায়ন প্রকল্পের উদ্দ্যোগে বিরল উপজেলার ৬শ কৃষক ও ৮শ আত্ত সহায়ক দলের নারী সদস্যদের মাঝে শাক সবব্জি বীজ ও গাছের চারা বিতরণ