Monday , 20 December 2021 | [bangla_date]

বীরগঞ্জে জমজমাট প্রচারে নেমেছে প্রার্থীরা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ২৬ তারিখ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসকে উপেক্ষা করে প্রার্থীরা পাড়ায় পাড়ায় কর্মী সমর্থক নিয় প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে জমজমাট প্রচারে নেমেছেন সাতোর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন রাজা নৌকা মার্কা নিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন । ১৯ ডিসেম্বর রবিবার রাতে সাতোর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে সাতোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নির্বাচনীয় পথসভায় নৌকা মার্কায় ভোট চেয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদ( ইউপি) নির্বাচন কে সামনে রেখে রবিবার রাতে রথবাজার বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনীয় পথসভায় বক্তব্যে নৌকার প্রার্থী সত্যজিৎ রায় কার্তিক সুনিশ্চিত বিজয় পাওয়ার লক্ষ্যে ধর্ম,বর্ণ,দল, বল নির্বিশেষে নৌকা মার্কায় ভোট চেয়ে নেতাকর্মী ও ভোটারদের সাথে মতবিনিময় করেন। অন্যদিকে ইউপি নির্বাচনের প্রচার প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরাও। সাতোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টংক নাথ রায় মোটরসাইকেল প্রতীক নির্বাচন করতে গিয়ে নানানভাবে হুমকি ধামকী সহ বাধার মুখে পড়ে প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি মোটরসাইকেল মার্কার পক্ষে তার কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। ১০ নং মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মার্কার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ তাইজুল ইসলাম নেতা নৌকা প্রতীক নিয়ে বেশ জোরেশোরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি তাঁর কর্মী সমর্থক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। ৭নং মোহম্মদপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র ও ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী গোপাল দেব শর্ম্মা আচরণ বিধি ভঙ্গ অভিযোগ করায় ১৯ ডিসেম্বর রবিবার রাতে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে নির্বাচনী আচরণবিধি কমিউনিটি পুলিশ ডে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আঁখি সরকার, (বীরগঞ্জ সার্কেল) আব্দুল ওয়ারেস,ওসি আব্দুল মতিন প্রধান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে হরিপুরে প্রতিবাদী সমাবেশ

ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

সেতাবগঞ্জে ক্রিকেট একাডেমীর শুভ উদ্বোধন

হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সামাজিক সম্প্রীতি’ কমিটি গঠনের লক্ষ্যে সভা

বীরগঞ্জে সাবেক পৌর মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল

জেলা যুবমৈত্রীর সভাপতি প্রভাষক আলমগীর ও সম্পাদক দিশারী আজিম নির্বাচিত

বীরগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

বিরলে শালবনের শালগাছ কাটার অপরাধে যুবক আটক

দিনাজপুরে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্থ