বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে অষহায় দরিদ্র মানুষের মাঝে ঢাকাস্থ রোটারী ক্লাব বারিধারা সানরাজই ও রেড ক্রেসিট সোসাইটির উদ্যোগে প্রায় ২শত শীতার্ত মানুষের মাঝে উন্নত মানের কম্বল বিতরন করা হয়েছে।
অাজ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় বোচাগঞ্জ উপজেলার হাট রামপুর ডিগ্রী কলেজের হলরুমে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন রোটারী ক্লাব অব্ বারিধারা সানরাইজ এর প্রকল্প ডিরেক্টর ড. জাফরুল ইসলাম। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ, প্রভাষক রায়হান সরকার, ডুপলে, ম্যনাজার নবাব আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রোটারী ক্লাব অব বারিধারা সাইনরাইজ ঢাকা এর আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও বোচাগঞ্জের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করলেন।