Saturday , 25 December 2021 | [bangla_date]

ভোট কেন্দ্রে সহিসংতা ঘটনার মামলায় পীরগঞ্জে পুলিশি হয়রানি বন্ধের দাবীতে মানববন্ধন

পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে সহিসংতার ঘটনার মামলায় এলাকার নিরিহ লোকদের পুলিশি হয়রানি না করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। শুক্রবার সকালে পীরগঞ্জ থানার সামনে উপজেলার বৈরচুনা ইউনিয়নের ইদ্রোইল ভবানিপুর গ্রামের দেড় শতাধিক নারি-পুরুষ এ কর্মসূচী পালন করেন। এতে দাবি করা হয়, সহিসংতার ঘটনার সাথে জড়িত নয় এমন নিরিহ গ্রামবাসিদের বাড়িতে রাতে পুলিশ হানা দিয়ে তাদের গ্রেফতার করে হয়রানি করছে। তারা এর প্রতিকার চান। ওই এলাকার ইউপি সদস্য শাহজাহানের অভিযোগ, থানা পুলিশ মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতার না করে বৃহস্পতিবার রাতে ভবানিপুর গ্রামের রিয়াজুল ইসলাম নামে এক নিরিহ ব্যক্তিকে গ্রেফতার করেছে। রিয়াজুল ছাড়াও এর আগে আরো দু’জন নিরিহ লোককে গ্রেফতার করে হাজতে পাঠায় পুলিশ। গ্রেফতারের নামে রাতে বাড়ি বাড়ি তল্লাসী চালিয়ে হয়রানি করছে পুলিশ। পুলিশের ভয়ে গ্রামের পুরুষ লোক বাড়িতে থাকতে পারছে না। ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা কখনো কাম্য নয়।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম জানান, এলাকার লোকজন সকালে তার কাছে এসে পুলিশি হয়রানি বন্ধ করার দাবি জানান। তিনি বিষয়টি থানার অফিসার ইনচার্জকে জানিয়েছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় একজন ম্যাজিস্ট্রেট সহ ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তারা আহত হয়। এ মামলায় কোন নিরিহ লোক যেন হয়রানি না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রোইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় প্রিজাইডিং অফিসার বাবলুর রহমান বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৬০০ গ্রামবাসির নামে ১ ডিসেম্বর থানায় মামলা করেন। এ মামলায় রিয়াজুল ইসলাম সহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। আদালত এদের মধ্যে দুই জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য এরই মধ্যে অনুমতি দিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে প্রতিবন্ধী শিশু কেয়ামনি হুইল চেয়ার পেয়ে আনন্দিত

হিলিতে মানববন্ধন, ২ ঘন্টা আমদানি-রপ্তানি বন্ধ

রাণীশংকৈলে হরতালে মাঠে নেই বিএনপি, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রাণীশংকৈলে মুদি ব্যবসায়ী আবুল কাশেম মহাজন আর নেই

চিরিরবন্দরে মহানবী (সা.) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দিনাজপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাহারোলে ছাত্রকে মারপিটের ঘটনায় উপজেলা প্রশাসনের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

কাহারোলে ছাত্রকে মারপিটের ঘটনায় উপজেলা প্রশাসনের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

চা শ্রমিকদের কর্মচাঞ্চল্যে মূখর পঞ্চগড়সহ উত্তরের পাঁচ জেলার চা বাগানগুলো

দিনাজপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

শুল্ককর বৃদ্ধির কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ