Saturday , 11 December 2021 | [bangla_date]

রাণীশংকৈলে বিশেষ কবিতা আবৃত্তি অনুষ্ঠান “সাহসী উচ্চারণ” অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাণীশংকৈল কবিতা পরিষদের আয়োজনে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ” সাহসী উচ্চারণ”

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত শুক্রবার ১০ ডিসেম্বর রাতে পৌরশহরের প্রগতি ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ওই পরিষদের আহবায়ক প্রভাষক প্রশান্ত বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক

সংসদ সদস্য ইয়াসিন আলী, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক- সাংস্কৃতিক নেতা-কর্মী, পৌর কাউন্সিলরসহ গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- আহবায়ক প্রশান্ত বসাক।

বক্তারা মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে কবিতার উপর বিশেষ গুরুত্ব আরোপের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন ।

শেষে রাণীশংকৈল কবিতা আবৃত্তি পরিষদের সদস্যদের নিয়ে “সাহসী উচ্চারণের” ব্যানারে ঘন্টাব্যাপি এক মনোজ্ঞ কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত