Monday , 27 December 2021 | [bangla_date]

শতভাগ স্কাউটস উপজেলার স্বীকৃতি পেল আটোয়ারী

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শতভাগ স্কাউটস উপজেলা হিসেবে স্বীকৃতি পেল পঞ্চগড়ের আটোয়ারী। এ উপলক্ষে সোমবার (২৭ ডিসেম্বর) আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের এক মিলনমেলা বসে। বাংলাদেশ স্কাউট আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে ও উপজেলানির্বাহীঅফিসার(অঃদাঃ)মোঃআরিফহোসেনের সভাপতিত্বে শতভাগ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতভাগ স্কাউটস উপজেলার ঘোষণা প্রদান করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম। উপজেলা স্কাউটসের কাব লিডার মোঃ রফিকুল ইসলাম হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ আঃ রশিদ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ মোজাম্মেল হক।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, কমিশনার দ্বীপক চন্দ্র সরকার, উপজেলা স্কাউটসের উপ-কমিশনারমোঃ আরিফ হোসেন চৌধুরীএবংধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা স্কাউটসের পরিচালক মোঃ আঃ কুদ্দুশ।
উল্লেখ্য, উপজেলার মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ের ১৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৩৬ জন কাব ও স্কাউট সদস্য এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্কাউটের প্রবর্তক হলেনরবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল। শিক্ষার্থীরা সংক্ষেপে তাঁকে বি পি নামেও চেনে।তিঁনি ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারী লন্ডনে জন্মগ্রহণ করেন।স্কাউটিংএমনএকটিআন্তর্জাতিক,শিক্ষামূলকওঅরাজনৈতিকআন্দোলন-যারমাধ্যমেশিশু,কিশোরওযুবকদেরশারীরিক,মানসিক,সামাজিক,বুদ্ধিভিত্তিকওআধ্যাত্মিকভাবেযোগ্যকরেগড়েওঠতে সাহায্য করে।
আমরা কেন সন্তানদের স্কাউটিং করাবোএ প্রসঙ্গে বলা যায়, স্কাউটিং করলে নিয়মানুবর্তীতা, সময়ানুবর্তিতাও দেশপ্রেমী হতে শিক্ষা দেয় সন্তানদের।তাদের শরীরকে সুস্থ ও সবল রাখে, সৎ ও সত্যবাদী এবং চৌকস হতে সাহায্য করে।পাশাপাশিনেতৃত্ব দিতে ও মানতে শেখায়। বিশ্বভাতৃত্ব ও বন্ধুত্বের সুযোগের মাধ্যমে উদারতার শিক্ষা দেয়। প্রত্যেককে আত্মনির্ভরশীল ও আত্মপ্রত্যয়ী এবং কর্মঠ করে গড়ে তোলে। তাদেরকেশ্রমের মর্যাদা ও সমাজ সচেতনতার শিক্ষা দেয়। পরোপকারী ও জনসেবায় উদ্বুদ্ধ হতেও সাহায্য করে। সেই সাথে অলস সময়ে গঠন মূলক কাজ করে মূল্য বোধের অবক্ষয় রোধে স্কাউট সদস্যদের বিশেষ ভূমিকা রাখে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বোচাগঞ্জে কোইকা সিএইচডব্লিউ প্রকল্পের উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেশীয় সংস্কৃতিই পারে অপসংস্কৃতিকে রুখে দিতে -মনোরঞ্জন গোপাল এমপি

বীরগঞ্জে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রাণীশংকৈলে ডিবির অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ ময়নুল গ্রেফতার !

পীরগঞ্জে গোরস্তান উন্নয়ন কাজ উদ্বোধন

বীরগঞ্জে বি’ষা’ক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রী’র আ’ত্মহ’ত্যা