Saturday , 25 December 2021 | [bangla_date]

শিশুস্বর্গের এক যুগ পূর্তিতে ফ্রি চক্ষু চিকিৎসা ও শিশুদের শীতবস্ত্র উপহার

মোঃ আশরাফুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ :
তেঁতুলিয়া উপজেলায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী (জাবিয়ান) দের পরিচালিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিশুস্বর্গের এক যুগ পূর্তিতে ফ্রি চিকিৎসা সেবা ও শীতের উষ্ণতা ছড়াতে সীমান্তের সুবিধা বঞ্চিত শিশুদের হুডি উপহার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচি আয়োজন করে।

প্রতি বছরের ন্যায় এবার শীতেও সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের সহ¯্রাধিক কোমলমতি শিশুদের উপহার দেয়া হয় শীতের নতুন জামা হুডি। এ সময় হাজার শিশু ও তাদের অভিভাবকদের সমাগমে মুখরিত হয়ে উঠে আয়োজন। পরে ৪০ জন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ফ্রি চক্ষু চিকিৎসা সেবা হিসেবে ১৭০ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা, ৪২ জনকে সার্জারি (অপারেশন) ও ৪২ জনকে বিনামূল্যে চশমা বিতরন করা হয়। চক্ষু চিকিৎসায় সহযোগিতা ও কৃতজ্ঞতায় ছিলেন রংপুরের দীপ আই কেয়ার ফাউন্ডেশন ও কৃতজ্ঞতায় ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস।

অনুষ্ঠানে সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও শিশুস্বর্গের প্রধান উপদেষ্টা কায়কোবাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন পরিচালক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (যুগ্ম সচিব) পরিচালক কাজী আবু তাহের, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপ-সচিব একেএম মিজানুর রহমান, পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, শিশুস্বর্গ ফাউন্ডেশনের সভাপতি নীল উৎপল সরকার, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম টিপু, মাহবুব মোরশেদ, জিয়াউর রহমান জিয়া, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, জাতীয় পার্টির সভাপতি মোখলেসুর রহমান, আয়েশা মেমোরিয়াল এন্ড শিশুস্বর্গ বিদ্যা নিকেটনের অধ্যক্ষ আতাউর রহমানসহ গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিশুস্বর্গ ফাউন্ডেশনের পরিচালক কবীর আকন্দ বলেন, শিশুস্বর্গের আজ এক যুগে প্রবেশ করেছে। এই একযুগে আমরা সীমান্তের অবহেলিত, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষাবৃত্তি, শীতবস্ত্র, ঈদবস্ত্র, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, নারী কর্মসংস্থান, শিশুস্বর্গ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তিতে ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন, শিশুস্বর্গ স্কুল প্রতিষ্ঠাসহ আগামীতে সুবিধা-বঞ্চিত শিশুদের উন্নত ভবিষ্যত গড়ার পরিকল্পনা হিসেবে ইতিমধ্যে গড়ে তোলা হয়েছে শিশুস্বর্গ বিদ্যা নিকেতন ও শিশু আশ্রম, নারী উন্নয়ন নকশীকাথা প্রশিক্ষণ, মাধ্যমিক স্কুল ও শিশু হাসপাতাল গড়ার পদক্ষেপ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্তবর্তী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সুবিধা-বঞ্চিত, অসহায়-হতদরিদ্র শিশুদের নিয়ে কাজ করা, তাদের পাঠদানে শিক্ষাবৃত্তি, শীতবস্ত্রসহ সামাজিক উন্নয়নমুলক কাজে জাবিয়ান কর্তৃক পরিচালিত শিশুস্বর্গের কর্মকান্ডকে ধন্যবাদ জানান ও স্বেচ্ছাসেবী সামাজিক এ সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি বাড়াতে সহযোগিতার আশ্বাস দেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমাগমে মিলনমেলা বসে। সন্ধ্যায় জাবিয়ানদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

আসন্ন বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী শামীম ফিরোজ আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ৩৩ জন কৃতি  শিক্ষার্থীকে সংবর্ধনা

ঘোড়াঘাটে ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বোচাগঞ্জে প্রতিচ্ছবি ডিজিটাল শিক্ষা উৎসব উদযাপন

পঞ্চগড়ে রণাঙ্গনের বীরদের মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনলো শিক্ষার্থীরা

তেতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে  নিয়ে দিনব্যাপী কর্মশালা

তেতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে দিনব্যাপী কর্মশালা

রাণীশংকৈল হাসপাতালের দুটি এম্বুলেন্স দীর্ঘদিন ধরে অকোজো

তিন বিশ্ব সংস্থার যৌথ উদ্যোগে কো-চেয়ার মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা জানিয়ে পীরগঞ্জে আনন্দ মিছিল