Tuesday , 28 December 2021 | [bangla_date]

হরিপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভূট্টা চাষ

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন গ্রামে চাষীদের ভূট্টা চাষ এখন বানিজ্যিক কৃষিতে পরিণত হয়েছে। গত বছরের চেয়ে এবার অনেক বেশি চাষ হয়েছে ভূট্টার। হরিপুর উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায় এখন পর্যন্ত প্রায় ৫ হাজার হেক্টর জমিতে নানা জাতের ভূট্টার আবাদ হয়েছে। আরো ১ হাজার হেক্টর জমিতে আবাদের সম্ভাবনা রয়েছে।
জাত গুলির মধ্যে সুপার সাইন ২৭৬০, অটো ৯৮৭ কে, পাইওনিয়ার পেসিফিক ৬০, একরে ফলন হচ্ছে ১শ ২০ মন। যা বাজারে বিক্রি করে কৃষক পাচ্ছেন ৭০ থেকে ৮০ হাজার টাকা। ইহা স্বপ্ল মেয়াদী ফসল মাত্র ৫ মাসেই ঘরে আসে।

উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা জানান,এক একর জমিতে ধান আবাদ করলে কৃষকের উৎপাদন খরচ হয় ৩০ হাজার টাকা বিক্রি করে পান ৪০ হাজার টাকা। লাভ হয় মাত্র ১০ হাজার টাকা। কিন্তু ভূট্টা চাষ করলে একরে খরচ হয় ৩০ হাজার টাকা। বিক্রি করে পাওয়া যায় ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা। লাভ হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। দিনে দিনে ভূট্টা চাষে ব্যাপক আগ্রহ বাড়ছে কৃষকের। গত বছরের চেয়ে এবার উপজেলায় ভূট্টার আবাদ বেশি হয়েছে।
লখড়া গ্রামের কৃষক আবু সাইম জানান ভূট্টা চাষে লাভ বেশি হওয়ায় এবার ছয় বিঘা জমিতে ভূট্টা চাষ করেছি আশা করি ভালো ফলন পাব।

সর্বশেষ - ঠাকুরগাঁও