Thursday , 16 December 2021 | [bangla_date]

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫০তম মহান বিজয় দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সমগ্র দেশের ন্যায় হরিপুরে পালন করা হয়েছে বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী।
৩০ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্ভ্রম কেড়ে নেয়া নয় মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।
উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে। এদিন ভোরে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

সূর্যোদয়ের সময় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এ পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল। পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম । এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং উপজেলা প্রেসক্লাবহরিপুর ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে একটি বিজয় র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দিনের কর্মসূচি হিসেবে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নিরবতা পালন করে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম। সালাম গ্রহণ শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান জেলা মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কুচকাওয়াজ, ডিসপ্লে­প্রদর্শনে অংশ নেয় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বেশ কয়েকটি সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন। অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন উপভোগ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
পরে কুচকাওয়াজ, ডিসপ্লে­ প্রদর্শনে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
এছাড়াও দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জাসহ অন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
খানসামায় ইয়াবাসহ দুই মাদক  ব্যবসায়ী আটক

খানসামায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাণীশংকৈলে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মীরডাঙ্গী স্কুলে মিলাদ ও দোয়া মাহফিল

পীরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের চুনোপুটি হয়েছে রুই কাতল -বালিয়াডাঙ্গী বিএনপি’র মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে পিপিআর রোগের গণটিকা প্রদান

বোচাগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বোদা ও দেবীগঞ্জে ৩৩ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বোদা ও দেবীগঞ্জে ৩৩ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

রাণীশংকৈলে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ৩২ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ২২০ গ্রাম গাঁজা ১৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৮টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়

রাণীশংকৈলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী