Friday , 31 December 2021 | [bangla_date]

হৃদয় থেকে রবীন্দ্র-নজরুলকে হারিয়ে ফেললে স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটাপন্ন হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, হৃদয় থেকে রবীন্দ্র-নজরুল কে হারিয়ে ফেললে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটাপন্ন হবে। বাঙালি চেতনাবোধ বাংলাদেশের জন্ম দিয়েছিল। এই চেতনাকে লালন করেই আমাদের সাহিত্য সংস্কৃতি অঙ্গন কে সমৃদ্ধ করতে হবে। আজ এই সাহিত্য সংস্কৃতি চর্চাদুর্বল হওয়ার কারণেই দেশে উদ্ভট জঙ্গিবাদ অস্থিরতার সৃষ্টি হয়েছে। আমরা আমাদের সাংস্কৃতিক মান কে হারিয়ে ফেলেছি। এইমান পুনরুদ্ধার এবং সমাজকে সুন্দর করবার জন্য আর সংস্কৃতির চর্চা অনিবার্য। তিনি বলেন, প্রবল সাম্প্রদায়িকতার করাল গ্রাস থেকে বঙ্গবন্ধু বাঙালির চেতনার উন্মেষ ঘটিয়েছিল এবং দেশপ্রেমিক বাঙালি চেতনায় দেশপ্রেম কে সংগঠিত করেই তিনি মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন। ৭ ই মার্চের ঐতিহাসিক সাড়ে ১৭ মিনিটের বক্তব্যে জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব চুরমার করে দিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ কে তিনি নিশ্চিত করেছিলেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর ২০২১) কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে পরমেশ্বরীপুর স্মৃতি সংঘ ও সাহিত্য সংসদ এর আয়োজনে স্মৃতি সংঘ ও সাহিত্য সংসদ এর দুই দশকপূর্তি উপলক্ষে লেখক ও গুণিজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্মৃতি সংঘ ও সাহিত্য সংসদ এর সভাপতি প্রফুল্ল রায় সদাশীত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির টেলিযোযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর উপ সচিব হরিদাস ঠাকুর, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. লাল মিঞা, নীলফামারী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রঞ্জন রায়।
অনুষ্ঠানের শেষে লেখক ও গুণিজনদের ক্রেস্ট প্রদান করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে হত দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ছাগল হস্তান্তর

চাকুরী জাতীয়করণের দাবীতে আটায়ারীতেএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিদ্যালয় আছে নেই রাস্তা, দূর্ভোগে শিক্ষক ও শিক্ষার্থীরা

খানসামা থানায় নবাগত ওসি চিত্তরঞ্জন রায়ের যোগদান

পীরগঞ্জে আল মাদীনাহ স্কুলের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

​​​​​​​টেস্টে অধিনায়ক হলেন সাকিব, সহ-অধিনায়ক লিটন

শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা

দিনাজপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ

দিনাজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম ট্রেইনিং

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত