Wednesday , 19 January 2022 | [bangla_date]

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ঠাকুরগাঁও : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই শহিদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে কর্মসুচির উদ্বোধন করেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল।
এরপর “শহিদ জননী জাহানারা ইমামের আন্দোলনের তিন দশক” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাহানারা ইমাম শুধু একজন লেখিকা বা শিক্ষাবিদ নন, দীর্ঘ সময় তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যলয়ে শিক্ষকতার কাজে ব্যয় করেছেন এবং বহু দেশও ঘুরেছেন। তাঁর বড় পরিচয় বিধৃত রয়েছে সমাজের প্রতি অঙ্গীকারের ভেতর, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার ক্ষেত্রে আপসহীন কর্মকান্ড, বিভিন্ন সময়ে প্রতিবাদ ও প্রতিরোধের মিছিলে একজন সচেতন নাগরিক হিসেবে তাঁর অনিবার্য উপস্থিতি-ব্যক্তি হিসেবে তাঁকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে।
সভায় জেলা নির্মূল কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য সচিব সুচরিতা দেব, জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি এ্যাড,আবু জাফর শামসুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক এ্যাড আবু সায়েম, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিকভাবে পথ চলার ব্যবস্থা গ্রহণ দাবীতে মহিলা পরিষদের স্মারকলিপি

ঠাকুরগাঁওয়ে ভুট্টা খেতে পাওয়া গেল চুরি হওয়া গরু !

বীরগঞ্জে আশা এনজিও কর্তৃক তিনদিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সন্ধান পেয়েছে দুদক, দিনভর বীরগঞ্জ হাসপাতালে অভিযান

গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নে উপনির্বাচনের প্রচারণা জমে উঠেছে

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: আব্দুল্লাহ আল মামুন জীবনের নিরাপত্তাসহ নির্বিগ্নে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে আমবাগান হতে আদিবাসী মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বোচাগঞ্জে মসজিদ নির্মাণ ও ভিত্তি প্রস্তর স্থাপন

বীরগঞ্জে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

হরিপুরে আগাম জাতের তরমুজ চাষে লাভবান হওয়ার আশা