Sunday , 23 January 2022 | [bangla_date]

চুরির আতঙ্কে বীরগঞ্জের মানুষ, চুরি ঠেকাতে রাত জেগে পাহারা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পাহারাদারের হাত-পা বেঁধে দোকানে লুটপাটসহ একের পর এক চুরি সংঘটিত হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। চুরি ঘটনায় অতিষ্ঠ হয়ে চুরি ঠেকাতে গ্রাম-পল্লীতে পাহারার ব্যাবস্থা জোরদার করেছেন স্থানীয়রা। গত শুক্রবার রাতে বীরগঞ্জ পৌরশহরের পৌরশহরের আলহাজ্ব আব্দুল বারী শপিং সেন্টারে ইমু গার্মেন্টস দোকানের দোকানের শার্টারের তালা ভেঙে সিসি ক্যামেরার টিভি, নগদ অর্থ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি হয় বলে জানা গেছে। এর আগের রাতে নিজপাড়া ইউনিয়নের কল্যাণী বাজারের শুক্রবার ভোর সাড়ে ৬ টায় গৌরাঙ্গ ফার্মেসি ও মাছুদ টেলিকম দোকানের তালা ভেঙে ল্যাপ্টপ ও দুই লাখ টাকা চুরি হয়। শনিবার রাত ১০ টার দিকে ঝাড়বাড়ী হাট থেকে পান বিক্রেতা আব্দুল মালেক বাড়ী যাওয়ার পথে ৩নং শতগ্রাম ইউনিয়নের বাদলা ঘাটের পশ্চিম অংশে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং ২৫০০ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী। ভুক্তভোগী আব্দুল মালেক এর বাড়ী নীলফামারীর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার কুলকিপাড়া গ্রামে। একই দিনে বিকেলে উপজেলার মরিচা ও নিজপাড়া ইউনিয়নে অবস্থিত গোলাপগঞ্জ হাট থেকে একটি চার্জার ভ্যান ও একইভাবে দৈনিক চাঁদনী বাজার পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল জলিলের সাংবাদিক লেখা হিরো ডিলাক্স মোটরসাইকেলটি চুরি হয়। গত সোমবার রাতে বীরগঞ্জ পৌরশহরের কাহারোল মোড় এলাকার রাসেল ব্যাটারি হাউজ এন্ড আইপিএস পয়েন্ট নামে একটি দোকানের শার্টারের তালা ভেঙে ২০ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল। সোমবার রাতে পৌরশহরের কাহারোল মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।দোকান মালিক রাসেল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১০টায় দোকানের শার্টারে তালা লাগিয়ে বাসায় চলে যান। মঙ্গলবার সকাল ৭টায় এলাকার জনৈক মোহন ইসলাম দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় শার্টার অর্ধেক খোলা দেখে আমাকে মোবাইল ফোনে সংবাদ দেয়। পরে দোকানে এসে দেখি শার্টারের তালা কাটা এবং দোকানের ভিতরে গিয়ে দেখতে পাই বাজারের রাত্রীকালিন পাহাড়াদার মালু মার্ডী এর হাত পা বাধা অবস্থায় পড়ে আছে। দোকানে তল্লাশি করে দেখি ক্যাশবাক্সে থাকা ২০ হাজার টাকা সহ দোকানের প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। তিনি আরো জানান, চুরির ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন। গত ১৭ জানুয়ারি মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ বাজারের একটি কীটনাশক এর দোকানে চুরির ঘটনা ঘটে। মোবাইল ফোন, নগদ অর্থ সহ দুই লাখ টাকার মালামাল পালিয়ে যায় চোরের দল। শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজার নিরাপত্তা কমিটির সাধারণ সম্পাদক নিপেন্দ্র মাষ্টারের দোকান থেকে ১০টি অ্যান্ড্রোয়ড মোবাইল ফোন তার আনুষ্ঠানিক মূল্য দেড় লাখ টাকা চুরি হয়। চুরি কে রোধ করতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান (মতি) ও ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলামের নেতৃত্বে আনসার ভিডিপি ও গ্রাম পুলিশদের নিয়ে মতবিনিময় শেষে ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পাহারাদার জোরদার করা হয়। এব্যাপারে বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তদন্ত ওসি সোহেল রানা ফোন রিসিভ করে বলেন, ওসির সাথে কথা বলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গাভী পালন প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট নারীর মৃত্যু

সেতাবগঞ্জ রেলষ্টেশনে চাহিদার তুলনায় আসন বরাদ্দ কম ঃ ট্রেনের টিকেট যেন সোনার হরিণ

কাহারোলে ভরাট হয়ে যাওয়া পুরাতন পানি নিষ্কাশনের ড্রেন পুর্ননির্মাণ কাজ শুরু

যারা উত্তরাঞ্চলে মঙ্গা কবলিত করে রেখেছিল, এখন রাজনীতিতে তারাই মঙ্গায় নিমজ্জিত ——————-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

করোনাকালীন সময় জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় রহমত আলীকে সংবর্ধনা

করোনাকালীন সময় জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় রহমত আলীকে সংবর্ধনা

শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে    -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

৩৫ বছর পর পুনরায় চালু হচ্ছে পঞ্চগড়ের নলকুড়া সেচ প্রকল্প সেচের আওতায় আসবে ১২৫ হেক্টর জমি

৩৫ বছর পর পুনরায় চালু হচ্ছে পঞ্চগড়ের নলকুড়া সেচ প্রকল্প সেচের আওতায় আসবে ১২৫ হেক্টর জমি

ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ইউপি সদস্যের পিতাসহ ৭ জন আটক

চিরিরবন্দরে এনসিপি’র উপজেলা সমন্বয় কমিটি গঠন