Thursday , 20 January 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে কালের পরিবর্তে গরুর হাল বিলুপ্তির পথে –কৌশলের পদ্ধতিতে ঘোড়া দিয়ে জমিতে হালচাষ

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধন্দোগাও গ্রামের শ্রী ভূষণ চন্দ্র কৌশলের পদ্ধতিতে জমিতে হালচাষ কাজে ঘোড়ার হাল ব্যবহার করছেন । মানুষ বাহন হিসেবে ঘোড়া ব্যবহার করে থাকেন আদিযুগ কাল থেকে । আবার পণ্য বা মালামাল টানতেও ব্যবহার করা হয় ঘোড়ার গাড়ি। যদিও কালের পরিক্রমায় এগুলো এখন বিলুপ্তির পথে। কিন্তু ঘোড়া দিয়ে জমিতে হালচাষের দৃশ্য বিরল! আধুনিকতার চরম উৎকর্ষের এই যুগে বাস্তবেই ঘোড়া দিয়ে হালচাষ করে জীবিকা নির্বাহ করছেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধন্দোগাঁও গ্রামের কৃষক শ্রী ভূষণ চন্দ্র। তাঁর এই হালচাষের কাজে সহযোগিতা করছেন স্ত্রী শ্রীমতি ভানু রাণী। শ্রী ভূষণ চন্দ্র বলেন, ‘প্রায় এক বছর ধরে ঘোড়া দিয়ে জমি চাষ করে আসছি। আমি একজন প্রান্তিক কৃষক। বর্তমান বাজারে গরুর দাম অনেক বেশি। এক জোড়া হালের গরু কিনতে গেলে খরচ পড়ে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত গরু ক্রয় করতে হয় । এই টাকা দিয়ে ৬ জোড়া ঘোড়া কেনা যায়। ২০ থেকে ২৫ হাজার টাকাতেই এক জোড়া ঘোড়া কেনা যায়।’ কৃষক আরও বলেন, ‘আগে হালের গরু ছিল, এখন নেই! বাজারে গরুর দাম বেশি হওয়ায় কেনার সামর্থ্যও নেই! তাই নিজের চাষাবাদের প্রয়োজনে বাজার থেকে গরুর বদলে ২২ হাজার টাকা দিয়ে দুটি ঘোড়া কিনেছি। শুধু নিজের জমিতে চাষাবাদ করছি না, অন্যের জমিতেও টাকার বিনিময়ে চাষ করে দিচ্ছি। এক বিঘা জমি চাষ দিতে নিচ্ছি ৫০০ টাকা। প্রতিদিন দুই থেকে আড়াই বিঘা জমিতে হালচাষ করা যায়।’ জমিতে ঘোড়া দিয়ে হাল চাষ করছেন কৃষক শ্রী ভূষণ চন্দ্র । ভূষণের স্ত্রী ভানু রাণী বলেন, প্রথম দিকে ঘোড়াগুলোকে হালের কসরত শেখাতে অনেক কষ্ট হয়েছে তাদের। ঘোড়ায় লাঙল-জোয়াল জুড়ে দিয়ে অনেকবার চেষ্টার পর আয়ত্তে আসে। এখন পুরোদমে ঘোড়া দিয়ে হালচাষ করছেন তাঁরা। ধন্দোগাঁও এলাকার কৃষক মোকসেদ আলী ও আব্দুল মান্নান বলেন, তাদের এলাকায় বড় কোনো গরু-মহিষ নাই। ভূষণের ঘোড়া দিয়েই তাদের জমিগুলোতে লাঙল দিতে হয়। এতে খরচও কম লাগে।
পার্শ্ববর্তী মাস্টারপাড়া এলাকার কৃষক জব্বার আলী বলেন, ‘ঘোড়া দিয়ে লাঙল দিলে জমি গভীরভাবে খনন হয়। পাওয়ারটিলার বা মাহেন্দ্র গাড়ি দিয়ে হালচাষ করলে জমি সমান হয় না। তাই ঘোড়ার হাল দিয়ে জমি সমান করছি। এতে পানি ধরে রাখা সহজ হয়।’
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন সাংবাদিকদেরকে বলেন, কৃষকেরা এখন যান্ত্রিক উপায়ে জমি চাষ করেন। ঘোড়া দিয়ে হালচাষ করা অপ্রচলিত একটা বিষয়। সময়ের সঙ্গে ঘোড়ার যে ব্যবহার, তা উঠে গেছে। কৃষক ভূষণ চন্দ্র নিজের প্রয়োজনে বাড়তি আয়ের জন্য ঘোড়া দিয়ে জমি চাষ বা মই দেন। তবে কৃষি বিভাগ সব সময় আধুনিক মানের যন্ত্রাংশ ব্যবহার করে চাষাবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দেয় বলে জানান, ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা করোনাকালে দেশের প্রত্যেক অসহায় মানুষের খাদ্য নিশ্চিত করেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ পশ্চিম ভোগডোমার খাস জমিতে খেলার মাঠ জবরদখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

পঞ্চগড়ে মাদ্রাসা শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা

সাউন্ডবাংলা ‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচনে শাজাহান খান

হরিপুরে বৃষ্টি ও দমকা বাতাসে আমন ধানের ব্যাপক ক্ষতি

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ এবং দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘মতিহারের কবি ও কবিতা’ গ্রন্থটির মোড়ক  উন্মোচন ও সাহিত্যের আড্ডা অনুষ্ঠিত

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ এবং দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘মতিহারের কবি ও কবিতা’ গ্রন্থটির মোড়ক উন্মোচন ও সাহিত্যের আড্ডা অনুষ্ঠিত

বীরগঞ্জে ডলফিন এগ্রো কেয়ারের নি¤œমানের জিংক মনো সারে বাজার সয়লাব! প্রতারিত হচ্ছে কৃষক

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিরামপুরে নিজ বাড়ীর সামনে সবজী ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

দিনাজপুরে দিনে-দুপুরে নারীর গলা থেকে স্বর্ণ ছিনতাই, আটক-২ বন্ধু