Sunday , 16 January 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড চলতি শীত মৌসুমে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
দেশের সর্ব উত্তরের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিনিদিন ধরে দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হচ্ছে । চলতি মৌসুমে সর্বনি¤œ শীত। রবিবার সকাল ৯টায় সর্বনি¤œ তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। যা শনিবার একই তাপমাত্রা ৮.৯ ও শুক্রবার ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

টানা তিনদিনের সর্বনি¤œ তাপমাত্রায় স্থবির হয়ে পড়ে জীবনযাত্রা। বিপাকে পড়ে নি¤œ আয়ের মানুষগুলো। হাটবাজারগুলোতে দোকানপাট দেরিতে খুলতে দেখা যায়। অনেকেই কাজে না গিয়ে তীব্র শীত নিবারণে বাড়ির উঠোনে খড়-কুটো আগুনে তাপ নিতে দেখা যায়। দিনের বেলা সূর্যের মুখ দেখা গেলেও মিলছে না তেজ। বিকেল গড়লেই শুরু হয় হিমালয় ও পুবালী হিমশীতল বাতাস। রাত বাড়ার সাথে নীরব হয়ে যায় শহরের জন কোলাহল।

হঠাৎ করে দু’তিন দিন পর তাপমাত্রা নিচে দিকে আসায় শীতে কাতর হয়ে পড়েছেন বয়োজৈষ্ঠ্যরা। বারঘরিয়া গ্রামের সত্তোর্ধ্ব রফিকুল ইসলাম জানান, মাঘের শীতে বাঘ ডরায়। এরকম শীতে আমাদের মতো বয়স্ক মানুষদের অবস্থা খুবই খারাপ! খুব কষ্ট পাচ্ছি বাবা। রাতে চার/পাঁচটা লেপ-কম্বল নিলেও শীত নিবারণ হচ্ছে না।

প্রচন্ড ঠান্ডার কারণে কাজে যেতে পারছেন না চা, পাথর ও দিনমজুর শ্রমিকরা। সদর ইউনিয়নের সরকারপাড়া,আজিজনগর, বোচাগছসহ বেশ কয়েকটি গ্রামের শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান, তিনদিন আগে বেশ তাপমাত্রা বেড়েছিল। কিন্তু এখন এতো পরিমাণ ঠান্ডা, যার কারণে কাজে যেতে পারছি না। সকালে ঘুম থেকে জাগার পর দেখছি হাত-পা অবশ হয়ে আসে।

গৃহিনীরা জানান, খুব ঠান্ডা ভাই। ঘরের মেঝে, আসবাবপত্রসহ লেপ-কম্বল পর্যন্ত বরফ হয়ে উঠে। সন্ধ্যা-ভোরে কাজ করতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসে।

এদিকে শীতের মধ্যে বেড়েছে শীতজনিত নানান ব্যাধি। হাসপাতাল, ক্লিনিকগুলো ঘুরে দেখা যায় জ্বর-সর্দি, কাশি, অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীর ভিড়। করোনা প্রকোপের কারণে চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত দুদিন ধরে একই তাপমাত্রা রেকর্ড হচ্ছে। রবিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। যা এই শীত মৌসুমের দেশের সর্বনি¤œ। এই সপ্তাহের মধ্যে এর থেকে আরও নিচে তাপমাত্রা নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

২ঘন্টার ব্যবধানে কুকুরের কামড়ে ২০ জন আহত! ভ্যাকসিন সংকট!!

চব্বিশের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের ঠিকানা আর বাংলাদেশে হবে না -পঞ্চগড়ে নুরুল হক নুর

ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বোচাগঞ্জে ক্রীড়ানুরাগী মাঝে ফুটবল বিতরণ

ঠাকুরগাঁওয়ে ভুট্টার ডাঁটা ব্যবহার হচ্ছে ঝিঙের খুঁটিতে

তেঁতুলিয়ায় ক্ষুদ্র উদ্যোক্তা ও টিউলিপ চাষীদের সাথে মতবিনিময়

হরিপুরে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

পঞ্চগড় ‘আস্থা’ প্রকল্পের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভাবে বালু মহাল না থাকায় রাণীশংকৈলে ভাটা মালিক ও ঠিকাদারদের মাথায় হাত!

রানীসংকৈলে ঢাকা ব্যাংক ও পেট্রোকেমের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ