Monday , 10 January 2022 | [bangla_date]

বীরগঞ্জে দুইদিনব্যাপী উদ্যোগক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৯-১০ জানুয়ারী দুইদিনব্যাপী উদ্যোগক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। (১০ জানুয়ারি) সোমবার বেলা সাড়ে ১১টায় বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কার্যালয়ে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে পল­ীশ্রী, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প এর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী’র সহযোগিতায় প্রশিক্ষণ পরিচলনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু রেজামো আসাদুজ্জামান। দুই দিনব্যাপী বিষয়ক প্রশিক্ষণে বীরগঞ্জ পৌরসভা ও উপজেলার শতগ্রাম, পাল্টাপুর, মোহাম্মদপুর,মরিচাসহ ৪ টি ইউনিয়নের আদর্শ গ্রাম, সিবিও এবং নারী ক্লাবের ২০ জন নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। প্রশিক্ষণে সর্বিক পরিচালনায় ছিলেন পল­ীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সৈয়দ আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও