Sunday , 16 January 2022 | [bangla_date]

বীরগঞ্জে শীতর্তদের মাঝে কম্বল বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ১৭০ জন শীতর্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কুয়াশা কিছুটা কম থাকলেও সঙ্গে হিমেল বাতাস শীতের তীব্রতাকে বাড়িয়ে তুলেছে। বাড়তি শীতের কারণে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর অতি দরিদ্র বৃদ্ধ মানুষগুলো। তীব্র শীতে বিপাকে খেটে খাওয়া শীতার্ত মানুষের কষ্ট নিবারণে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা’র উদ্যোগে ও নিজেস্ব অর্থায়নে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে। ১৫ জানুয়ারি শনিবার বিকেলে বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড হরিবাসর দূর্গা মন্দির প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর বনমালী রায়, সমাজসেবক সুধীর রায়,মকছেদ আলী,উপজেলা বঙ্গবন্ধু কিশোর মেলার সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.সিদ্দিক হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও