Friday , 18 February 2022 | [bangla_date]

আলু রপ্তানি কার্যক্রম উৎসাহিত করার লক্ষ্যে বীরগঞ্জে মতবিনিময় সভা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ আলু রপ্তানি কার্যক্রম উৎসাহিত করার জন্য দিনাজপুরের বীরগঞ্জে রপ্তানীকারক উদ্যোক্তা, ব্যবসায়ী উদ্যোক্তা ও কৃষক উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ঢাকা এর সহযোগিতায় শুক্রবার সকাল ১১টায় এ আর মালিক সীডস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অণুবিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুর রৌফ।অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চল প্রদীপ কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ অধিশাখা যুগ্ন সচিব রবীন্দ্র শ্রী বড়–য়া, পরিকল্পনা উইং উপ-সচিব সুজয় চৌধুরী, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ সোলায়মান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ মোখলেসুর রহমান, অতিরিক্ত উপপ্রকল্প পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ জহিরুল হক, অতিরিক্ত উপপরিচালক (মনিটরিং), মোঃ শরিফুল ইসলাম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী দিনাজপুর মোঃ মঞ্জুরুল হক, উপজেলা কৃষি অফিসার আবুরেজা মোঃ আসাদুজ্জামান। উপস্থিত আলু রপ্তানীকারক মোঃ সিদ্দিক হোসেন, আলু ব্যবসায়ী মোঃ শাহিনুর আলম, কৃষক মোঃ ইউসুফ আলী মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোঃ আব্দুর রৌফ বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে কৃষিতে যান্ত্রিকরণের ফলে লাভ জনক খাতে পরিণত হয়েছে আমাদের কৃষি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে কৃষি পন্য বিদেশে রপ্তানী করে অনেক কৃষক অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছেন। তবে বিদেশে কৃষি পন্য রপ্তানী ক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে। বিশেষ করে সার ও কীটনাশক ব্যবহারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তা না হলে বিদেশে মার্কেটে চাহিদা হারাবে আমাদের পন্য। আলু রপ্তানীর ক্ষেত্রে সরকার রাশিয়ার মার্কেট ধরার জন্য কুটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। এ বিষয়ে যদি সফলতা আসে তাহলে বাংলাদেশে আলু নিয়ে আর কৃষকের কান্না থাকবেনা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান

পীরগঞ্জ সরকারি কলেজের একাদশের বার্ষিক পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী নিহত

বোদা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও শাহরিয়ার নজিরকে বিদায় সংবর্ধনা ও ক্রেস প্রদান

বীরগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাণীশংকৈলে যৌতুকের টাকায় প্রাইভেট কার ড্রাইভিং শিখতে গিয়ে আহত-৪

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনের জামিন না মঞ্জুর জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করে আদালত ।

সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন শেখ হাসিনা —হুইপ ইকবালুর রহিম

হরিপুরে ফেন্সিডিলসহ ১ নারী আটক

সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মায়ের ভূমিকা অপরিসীম ,বক্তব্যে বললেন- সদর উপজেলা চেয়ারম্যান– টিটো