Tuesday , 15 February 2022 | [bangla_date]

চুরি যাওয়া গরু খুঁজে পেতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চুরি যাওয়া গরু খুঁজে পেতে ব্যতিক্রমী উদ্দ্যোগ নিয়েছেন গরুটির মালিক। থানায় অভিযোগ দিয়েও গরু উদ্ধার না হওয়ায় লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পাড়ায় পাড়ায় পোস্টার লাগিয়েছেন তিনি।

জানা গেছে, গত ৩১ জানুয়ারি বীরগঞ্জ পৌরশহরের কলেজপাড়ার মোহাদ্দেজের খামার থেকে ফ্রিজিয়ান জাতের একটি গাভী চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া গাভী উদ্ধার করতে প্রথমে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এতেও গাভীটি উদ্ধার না হওয়ায় তিনি পোস্টার তৈরি করে উপজেলার বিভিন্ন হাট-বাজারে লাগিয়ে দেন এবং গাভীটির সন্ধান দিতে পারলে নগদ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

উপজেলার বিভিন্ন হাট-বাজারে গেলেই চোখে পড়বে দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে গাভী চুরির বিজ্ঞপ্তি। পোস্টারটিতে লেখা আছে গাভী চুরির বিজ্ঞপ্তি, বীরগঞ্জ কলেজপাড়ায় অবস্থিত গাভীর খামার থেকে একটি ২ দাঁত বয়সের ফ্রিজিয়ান গাভী গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ৩টার পরে চুরি হয়ে যায়। যদি কোনো ব্যক্তি গাভীটির সন্ধান দিতে পারেন, তাহলে ওই ব্যক্তিকে নগদ এক লাখ টাকার পুরস্কার দেওয়া হবে।

বীরগঞ্জ পৌর এলাকার বাসিন্দা অনেকেই বলেন, আমরা এই প্রথম এ রকম একটি পোস্টার দেখলাম। যেখানে চুরি হয়ে যাওয়া গরুর মালিক নিজেই বিজ্ঞপ্তি দিয়েছেন। গাভী চুরির বিজ্ঞপ্তির নিচে লেখা আছে- ফ্রিজিয়ান জাতের গাভীটি বাসা থেকে হারিয়ে গেছে। সন্ধান দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেবেন গরুর মালিক।

চুরি হয়ে যাওয়া গাভীর মালিক উপজেলার বলাকা মোড়ের আফজালুর রহমানের ছেলে মোহাদ্দেজ বলেন, শখের গাভীটি চুরি হয়ে যাওয়ায় আমিসহ বাসার সবারই মন খারাপ। পরিবারের লোকজন মিলে এক বছর ধরে ফ্রিজিয়ান জাতের গাভীটি লালন-পালন করেছি। হঠাৎ করে গত ৩১ জানুয়ারি রাত ৩টার দিকে বাসা থেকে গাভীটি চুরি হয়ে যায়। গাভীটি চুরি হয়ে যাওয়ার পরে আমি থানায় একটা লিখিত অভিযোগ দেই ।

থানায় অভিযোগ দেওয়ার পরও আপনি কেন পোস্টার তৈরি করে হাটে-বাজারে লাগালেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , কিছু দিন আগে বাসা থেকে স্ত্রীর গহনাও চুরি হয়ে গেছে। সেটার জন্য থানায় মামলা করেছি। চুরির সিসিটিভি ফুটেজ আছে, সেই চোরকে আজও ধরতে পারল না পুলিশ। এজন্য আমি একটি লোভনীয় পুরস্কারের ঘোষণা দিয়েছি, তবুও যদি আমার শখের গাভীটি পাওয়া যায়।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, গাভী চুরি নিয়ে থানায় মামলা হয়েছে। গাভী চুরি নিয়ে পোস্টার ছাপানো হয়েছে কিনা তা আমার জানা নেই। কেউ যদি গাভী চুরির বিষয়টি নিয়ে পোস্টার ছাপায় বা মাইকিং করে, সেটা তার ব্যক্তিগত বিষয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহাসিক রামসাগর জাতীয় উদ্যানে নতুন অতিথি নিয়ে মায়াবী চিত্রা হরিন দলের ছুটোছুটি

প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা জাতিকে মেধাশুন্য করতেই হানাদারেরা নির্মমভাবে হত্যা করেছিলো বাঙালী বুদ্ধজীবিদের

পীরগঞ্জে প্রধান শিক্ষকের দূনীতির বিচার দাবীতে মানববন্ধন

পীরগঞ্জে (এম কে পি)মানব কল্যাণ পরিষদের আয়োজনে যথাযথ মর্যাদায় নারী দিবস উদযাপন।।

বড়পুকুরিয়া খনিতে আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবী ১০ দিনের মধ্যে দাবী না মানলে রাজপথ-রেলপথ অবরোধের হুশিয়ারী

হরিপুরে প্রাইভেটকারে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেফতার

হাবিপ্রবির ফুড এ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জনকারীদের মিলনমেলা

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূতিতে ৫০ জন অতি দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরনে

বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রæপে হামলার ঘটনায় দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ