Monday , 28 February 2022 | [bangla_date]

চুল কাটতে লম্বা লাইন রাণীশংকৈলে নাপিতের কদর বেড়েছে

মোঃ মোবারক আলী,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) থেকেঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাথার চুল ও দাঁড়ি কাটতে বর্তমানে সিরিয়াল ধরতে হচ্ছে সকলকে। সেলুনের দোকান সংকট হওয়ায় বেড়েছে নাপিতের কদর। নাপিতের সন্তানেরা এ পেশায় আসছেনা বলে জানিয়েছেন নাপিতেরা।
২৮ফেব্রæয়ারী সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চুল কাটতে স্বারিবদ্ধ হয়ে বসে রয়েছে অনেকেই। অনেকে আবার মোবাইলে সিরিয়াল দিয়ে চুল কাটতে আসছে। সেলুনে চুল কাটতে আসা আমজুয়ান গ্রামের বর্ষার সাথে কথা হলে তিনি বলেন, গতকাল চুল কাটতে আসলে ভিড় দেখে চলে যাই, মোবাইলে সিরিয়াল দিয়ে আজ কাটতে এসেছি।
এ প্রসঙ্গে হাফিজ মার্কেটের সেলুন মালিক কমল শর্মা বলেন, নাপিত পেশায় আমাদের সন্তানেরা আসছেন না। কারণ আমরা যারা এ পেশায় আছি প্রতিদিন চুল,দাঁড়ি দাঁড়িয়ে থেকে কাটতে হচ্ছে, ফলে পায়ে ব্যথা অনুভব হচ্ছে ডাক্তারের চিকিৎসা করে চলতে হচ্ছে আমাদের। যার ফলে আমাদের সন্তানদের এ পেশায় নিয়ে আসছিনা। তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে চাকুরীর চিন্তা ভাবনা করছি। এ পেশায় আয় রোজকার কেমন হয় জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রতিদিন গড়ে ৮শ থেকে হাজার টাকা হয়। তবে সংসার চালাতে তেমন কষ্ট হয় না। নর সুন্দর সমিতির উপদেষ্ঠা সত্য রাম শর্মা বলেন, এ পেশায় নতুন প্রজন্ম না আসলেও নাপিতের দলাদলিতে এ উপজেলায় নর সুন্দর সেলুন সমিতি আজ দূ ভাগে বিভক্ত। তাদের একত্রিভ’ত করে এ সংগঠন শক্তিশালি করে তুলতে হবে।
এ বিষয়ে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, সেলুনের দোকান গুলোতে এখন ভিড় প্রায় সময় লেগেই থাকে। এ পেশায় বেশিভাগ হিন্দুধর্মালম্বীরাই কাজ করে থাকে। নতুন নাপিত সৃষ্ঠি না হলে সংকটে পড়বে লোকজন । এজন্য সরকারের পৃষ্টপোষকতার দরকার। সরকারি ভাবে নাপিতের প্রশিক্ষণ দিয়ে সেলুন তৈরি করে দিলে ভবিৎষতে এ সংকট দুর করা যাবে।
সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, সম্প্রতি বিভিন্ন ট্রেডে ৯০ জন কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০ জন নাপিত কে আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি। পরবর্তীতে এ ধারা অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় হরিপদ দের এক মাত্র আয়ের পথ মিষ্টির বাক্স তৈরি

বীরগঞ্জে বীরগঞ্জে কৃষি ভিত্তিক জীবিকায়ন ও শীতার্তদের  মাঝে আর্থিক সহায়তা প্রদান 

রেশমী সুতা উৎপাদনে ভূমিকা রাখছে চাষিরা পঞ্চগড়ের রেশম চাষি ও কৃষকদের সমাবেশ

রাতের আঁধারে ক্যাম্পাস ত্যাগ হাবিপ্রবি’র ভিসি

রাণীশংকৈলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা  রাজার রাষ্টীয় মর্যাদায় দাফন

প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রাজার রাষ্টীয় মর্যাদায় দাফন

শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব নাট্য দিবস পালিত

নির্যাতন মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

পার্বতীপুরে অজ্ঞাত গাড়ী চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

ধানক্ষেতের মাঝে সেলফি ব্রিজ, নেই কোনাে সংযোগ সড়ক!