Wednesday , 16 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গমের কাঁচা গাছ বিক্রি করে জীবিকা নির্বাহ কৃষকরা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কয়েকটি বাজারে গমের কাঁচা গাছ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গরিব অসহায় কৃষকেরা। গমের প্রতিটি আঁটি বিক্রি হচ্ছে ১০ টাকায়। এতে গমের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা। গমের কাঁচা গাছ গরু-ছাগলের খাদ্য হিসেবে কিনছে অনেকেই। বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, বাজারে ১০০ থেকে ১৫০ আঁটি বাজারে নিমিষেই বিক্রি হয়ে যায়। চাষিদের পাশাপাশি পাইকারি ক্রেতা-বিক্রেতাও দেখা গেছে কাঁচা গমের গাছ বিক্রি করতে। বুধবার ( ১৬ ফেব্রুয়ারি) বালিয়াডাঙ্গী বাজারের মেইন রোডের মাছ বাজার এলাকার একটি নছিমনে ১০০ আঁটি কাঁচা গমের গাছ বিক্রি করতে নিয়ে আসেন কুশলডাঙ্গী গ্রামের নওশাদ আলী।
তিনি বলেন, নেকমরদ এলাকার এক গম চাষির দুই বিঘা কাঁচা গমের খেত তিনি কিনেছেন ২৬ হাজার টাকা দিয়ে। ১ টাকা দরে প্রতি আঁটি মজুরি দিয়ে প্রতিদিন শ্রমিকদের কাছে প্রতিদিন ১ হাজার আঁটি কেটে বাজারে বিক্রি করেন তিনি। দুই বিঘা জমিতে ৪ হাজার ২০০ আঁটি হবে। যার বাজার মূল্য ৪২ হাজার টাকা। শ্রমিকদের মজুরি দিয়েও তাঁর লাভ হবে ৪ হাজার টাকা। ছয়টি কাঁচা গমের আঁটি কিনেছেন ফুলতলা গ্রামের সাত্তার। তিনি জানান, আগে চারণ ভূমিতে ছাগলের ঘাস খাওয়ানোর সুযোগ ছিল। কিন্তু এখন সেটা নেই। প্রতিটি জমিতে ফসল আবাদ হচ্ছে। ছাগল পালনে খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কাঁচা গমের গাছ কিছুটা উপকারে আসছে তাদের। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বিঘা জমিতে গম উৎপাদনে চাষাবাদ, সার, কীটনাশক, সেচ খরচ ও গম বীজ দিয়ে সর্বোচ্চ খরচ হবে ৭ হাজার টাকা। গম পাকার পর কেটে সেই জমির গম বাজারে বিক্রির ঝামেলা ও দাম নিয়ে শঙ্কা থাকায় কাঁচা গম বিক্রি করে দিচ্ছেন। অন্যদিকে এমনিতেই বিঘা প্রতি ৫ থেকে ৭ হাজার টাকা লাভ হচ্ছে। তবে এভাবে কাচা গম কেটে বিক্রির ফলে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রভাব ফেলবে বলে ধারণা করছে স্থানীয় কৃষি বিভাগ। এমনিতেই উপজেলাটিতে চলতি মৌসুমে গমের আবাদ কম হয়েছে। গেল বছর বালিয়াডাঙ্গী উপজেলায় গম চাষ হয়েছিল ১১ হাজার ৭০০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে গমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে। বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, ‘কাঁচা গম কেটে বিক্রির বিষয়টি নজরে আসেনি। তবে এটি কৃষকেরা কেনো করছে আমার জানা নেই। কাঁচা গমের গাছ বিক্রি করলে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাঘাত হবে। কৃষকেরা কাঁচা গমের গাছ কেটে বিক্রি যেন না করে এই জন্য তাদের উৎসাহ দেওয়া হবে।’ মাঠ পর্যায়ে সকলের সঙ্গে এ বিষয় কথা বলবেন বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কোন ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁ রেল স্টেশনের ছাউনি নির্মাণ কাজ আবার শুরু

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বীরগঞ্জে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

ফুলবাড়ীতে কাভার্ড ভ্যান-রিকশা ভ্যান সংঘর্ষে জেলে নিহত, আহত ৩

আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর -হুইপ ইকবালুর রহিম

ফুলবাড়ীতে নবাগত ইউএনও এর যোগদান

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

বীরগঞ্জে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বরণ অনুষ্ঠানে সংবর্ধনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের পেয়ে খুশি হাকিমপুরের ৩ হাজার ৮১ পরিবার

ক্যারি অন সিস্টেম পুর্নবহাল ও সিজিপিএ সিস্টেম বাতিল দাবীতে দিনাজপুরে বিক্ষোভ ও মানববন্ধন মেডিকেল কলেজ শিক্ষার্থীদের