Wednesday , 16 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গমের কাঁচা গাছ বিক্রি করে জীবিকা নির্বাহ কৃষকরা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কয়েকটি বাজারে গমের কাঁচা গাছ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গরিব অসহায় কৃষকেরা। গমের প্রতিটি আঁটি বিক্রি হচ্ছে ১০ টাকায়। এতে গমের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা। গমের কাঁচা গাছ গরু-ছাগলের খাদ্য হিসেবে কিনছে অনেকেই। বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, বাজারে ১০০ থেকে ১৫০ আঁটি বাজারে নিমিষেই বিক্রি হয়ে যায়। চাষিদের পাশাপাশি পাইকারি ক্রেতা-বিক্রেতাও দেখা গেছে কাঁচা গমের গাছ বিক্রি করতে। বুধবার ( ১৬ ফেব্রুয়ারি) বালিয়াডাঙ্গী বাজারের মেইন রোডের মাছ বাজার এলাকার একটি নছিমনে ১০০ আঁটি কাঁচা গমের গাছ বিক্রি করতে নিয়ে আসেন কুশলডাঙ্গী গ্রামের নওশাদ আলী।
তিনি বলেন, নেকমরদ এলাকার এক গম চাষির দুই বিঘা কাঁচা গমের খেত তিনি কিনেছেন ২৬ হাজার টাকা দিয়ে। ১ টাকা দরে প্রতি আঁটি মজুরি দিয়ে প্রতিদিন শ্রমিকদের কাছে প্রতিদিন ১ হাজার আঁটি কেটে বাজারে বিক্রি করেন তিনি। দুই বিঘা জমিতে ৪ হাজার ২০০ আঁটি হবে। যার বাজার মূল্য ৪২ হাজার টাকা। শ্রমিকদের মজুরি দিয়েও তাঁর লাভ হবে ৪ হাজার টাকা। ছয়টি কাঁচা গমের আঁটি কিনেছেন ফুলতলা গ্রামের সাত্তার। তিনি জানান, আগে চারণ ভূমিতে ছাগলের ঘাস খাওয়ানোর সুযোগ ছিল। কিন্তু এখন সেটা নেই। প্রতিটি জমিতে ফসল আবাদ হচ্ছে। ছাগল পালনে খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কাঁচা গমের গাছ কিছুটা উপকারে আসছে তাদের। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বিঘা জমিতে গম উৎপাদনে চাষাবাদ, সার, কীটনাশক, সেচ খরচ ও গম বীজ দিয়ে সর্বোচ্চ খরচ হবে ৭ হাজার টাকা। গম পাকার পর কেটে সেই জমির গম বাজারে বিক্রির ঝামেলা ও দাম নিয়ে শঙ্কা থাকায় কাঁচা গম বিক্রি করে দিচ্ছেন। অন্যদিকে এমনিতেই বিঘা প্রতি ৫ থেকে ৭ হাজার টাকা লাভ হচ্ছে। তবে এভাবে কাচা গম কেটে বিক্রির ফলে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রভাব ফেলবে বলে ধারণা করছে স্থানীয় কৃষি বিভাগ। এমনিতেই উপজেলাটিতে চলতি মৌসুমে গমের আবাদ কম হয়েছে। গেল বছর বালিয়াডাঙ্গী উপজেলায় গম চাষ হয়েছিল ১১ হাজার ৭০০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে গমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে। বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, ‘কাঁচা গম কেটে বিক্রির বিষয়টি নজরে আসেনি। তবে এটি কৃষকেরা কেনো করছে আমার জানা নেই। কাঁচা গমের গাছ বিক্রি করলে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাঘাত হবে। কৃষকেরা কাঁচা গমের গাছ কেটে বিক্রি যেন না করে এই জন্য তাদের উৎসাহ দেওয়া হবে।’ মাঠ পর্যায়ে সকলের সঙ্গে এ বিষয় কথা বলবেন বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে শিশু হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালের বার্ষিক সাধারণ সভা

চিরিরবন্দরে ব্যস্ত কামারশিল্পীরা

পঞ্চগড়ে জমি দখলে নিতে মাদরাসা শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ পরিচালক ও সহ সভাপতির বিরুদ্ধে

আটোয়ারীতে কাজু বাদাম ও কফি চাষ সংক্রান্ত প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকশের লক্ষ্যে মতবিনিময় সভা

আমন চাষে ধুম পড়েছে কৃষকের মাঝে

বীরগঞ্জে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইপজিটিভ’র ব্যতিক্রম আয়োজন “ভাষার সাথে”

পোড়ামাটি স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কান্তজিউ মন্দির

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন বীরগঞ্জ কর্তৃক বাজার মনিটরিং চলমান