Wednesday , 23 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে কাটা ১২ টি গাছ ১টি নসিমন সহ জব্দ , ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের আটক–১ ,

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বন বিভাগ ও পাড়িয়া ইউনিয়ন পরিষদের অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগে কর্তন করা ১৩ টি গাছ ও ১ টি নছিমন জব্দ করেছে। বালিয়াডাঙ্গী থানার পুলিশ। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে থেকে এ সব আটক করে বালিয়াডাঙ্গী থানার পুলিশ । পাড়িয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল জানান, বন বিভাগ ও ইউপি পরিষদের সহযোগিতায় ২০ বছর পুর্বে তিলকড়া হয়ে ইউলিয়াটলি গ্রামের রাস্তায় রোপন করা ঘোড়ানিম, মেহগনি, নিম, আম ও কাঠাল গাছগুলি কাটা হচ্ছিল অনুমতি না নিয়ে। তবে যারা গাছগুলি কাটছিল, তারাই রোপন করেছে। অনুমতি না নিয়ে কাটার কারণে বালিয়াডাঙ্গী থানার পুৃলিশ সে গুলো অভিযোগের প্রেক্ষিতে জব্দ করেছে। গাছগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জাকির হোসেন বলেন, না জানিয়ে গাছগুলি কেটে বিক্রি করা হচ্ছিল। তাই থানা পুলিশকে খবর দিয়ে গাছগুলি তুৃলে দেওয়া হয়েছে ।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বলেন, অবৈধ ভাবে রাস্তার গাছ কাটার অভিযোগ পেয়ে পুৃলিশ ঘটনাস্থল থেকে ১২ টি গাছসহ ১ টি নছিমন জব্দ করেছে। বন বিভাগের লোকজনকে ঘটনার বিষয়ে অবগত করা হয়েছে। এ ঘটনায় বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেন বালিয়াডাঙ্গী থানায়। মামলার এজাহারে জানা যায়,৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০ তৎসহ ৩৩(১)(ছ)১৯২৭ সালের বন আইনে ৭ জনের নামসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে মামলা করা হয়।
আসামিরা হলেন– ( ১)মোঃ সোহেল রানা(২৮) পিতা : মৃত মনসুর আলী মাতাঃ মোছাঃ মেরিন বেগম, (২)মোহাম্মদ মিলন রানা(২৬) পিতাঃ মোঃ আব্দুর রশিদ মাতাঃ মোছাঃ সেতারা বেগম , (৩) মোঃ হাবিবুর রহমান(৩৭) পিতাঃ মোঃ আব্দুল মালেক মাতা: মোছাঃ রুনি বেগম,( ৪) শ্রী তুষার চন্দ্র(৩২) পিতা: শ্রী ঝরেন্দ্র নাথ মাতা: শ্রীমতি সমিলা রানি, (৫) মোঃ একরামুল(৪৫) পিতা মোঃ আমিরুল হক মাতা মৃত মালেকা বেগম , (৬)মোঃ ফরিদ্র উদ্দিন(৫০) পিতা: মৃত নহুম উদ্দিন, (৭)মোঃ হামিদুল(৪৮) পিতা: মৃত পেরু মোহাম্মদ, সকলের গ্রাম- উত্তর পাড়িয়া থানা- বালিয়াডাঙ্গী , জেলা– ঠাকুরগাঁও। এছাড়াও ৫/৬ জন অজ্ঞাতনামা করে মামলা দায়ের করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আনাম জানান, ১ জন আসামি আটক করা হয়েছে । বাকি আসামীদের আটকের
অভিযান চলছে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অসুস্থ বিএনপির সুস্থতার কোন সম্ভাবনা নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী পালিত

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

বোচাগঞ্জে আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

ঠাকুরগাঁওয়ে শিশুর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে হ্যান্ড্রেড হিরোজ ক্যাম্পেইন

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বর্জন করলো আলমগীর-মুরাদ-সুদাম প্যানেল

সড়ক দূর্ঘটনায় হাত হারানো কর্মজীবী নারী চাইলেন আর্থিক সহায়তা \ কর্মসংস্থানের সুযোগ করে দিলেন পঞ্চগড়ের ডিসি

ঠাকুরগাঁওয়ে নৈশ্য প্রহরী অবরুদ্ধ: বিদ্যালয়ে আগুন দিয়ে লুটপাটের অভিযোগ

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনের জামিন না মঞ্জুর জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করে আদালত ।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকার ভয়ে আতঙ্কে রয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসক