Saturday , 26 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের সাড়োডুবি গ্রামের শান্তিপারা এলাকার মোটাই এর ছোট ছেলে শ্রী ধরনী রায় (২৭) এর স্ত্রী দিপ্তী রানী রায় ভাগ্য (২০) এর আকুতি করে কান্না করে ফেলে। তিনি ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩ টায়, সাংবাদিকদের স্ত্রী দিপ্তী রানী বলেন যে, আমি ও ধরনী রায় গত ২০২০ সম্পর্ক করে বিয়ে করি।
আমার স্বামীর সাথে প্রায় ৬-মাস সুখের সংসার করে আসছি। হঠাৎ আমাদের সংসারে অশান্তি শুরু হয়।পরে আমি জানতে পারি যে,আমার স্বামী অন্য কোন মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত ঐ মেয়ের সাথে বিভিন্নভাবে ছবি তুলে আমাকে দেখালে এই সব নিয়ে সংসারে ঝগড়া – বিপাদ হলে কৌশলে আমাকে বাপের বাড়ি রেখে আমার স্বামী পালিয়ে যায়। আমি গত ১৯- মাস ধরে আমি স্বামী হারা হয়ে শশুরবাড়িতে পরে আছি, মানবিকতর জীবনযাপন করছি। সে কোথায় আছে আমি জানিনা এবং কোন প্রকার যোগাযোগ করে না।
এই সুযোগে,আমার স্বামীর পরিবার আমাকে মানসিকভাবে নির্যাতন করে চলছে, যাতে আমি তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হই। দিপ্তী রানী আরো জানান,যে আমার স্বামী ও তার পরিবারের লোকজন পরামর্শক পুর্বক আমার সাথে এই অমানবিক নির্যাতন চলছে যার প্রমাণ , সে তার পরিবারের লোকজনদের সাথে ফোনে যোগাযোগ করে ও তাদের কল রেকর্ড থেকে বুঝা যায়। এই জন্য আমার স্বামীকে তারা আমার কাছ থেকে দূরে সরায় রাখছে, যাতে করে আমি বাধ্য হয়ে বাপের বাড়ি ফিরে যায় এবং আমার এই সংসার নষ্ট হয়ে যায়। এখন আমি কার কাছে গেলে, কি করলে আমি আমার স্বামীকে ফিরে পাবো কিছুই বুঝতে পারতেছিনা। তাই আপনাদের মাধ্যমে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি, যাতে করে আমার স্বামীকে ফিরে পাই ও আবারও সুখের সংসার করতে পারি। এই বিষয়ে ধরনী রায়র বাবার কাছে জানতে চাইলে, তিনি বলেন, আমার ছেলে কোথায় আছে আমি জানি না, আমি বা আমার পরিবারের সাথে কোন যোগাযোগ নাই। আমিও খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছি ও আপনাদেরও সহযোগিতা চাই। পরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জীবন দাসের সাথে কথা বললে তিনি বলেন ,আমি জানি যে মোটাই এর ছেলে বউ রেখে পালিয়ে গেছে যার ফলে মানবতার দিনপার করছে, এবং আমরা চেষ্টা করছি যে কিভাবে ছেলেকে খোঁজে বের করা যায়। এবং শুকানপুকুরি ইউনিয়নর চেয়ারম্যানের আনিসুর রহমানর সাথে যোগাযোগ কাছে জানতে চাইলে, তিনি বলেন ,আমি এই ঘটনা শুনেছি, এবং দেখবো যে কি করা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মাদক বিরোধী সভা ও শীতবস্ত্র বিতরণ

পাথর খেকোদের অত্যাচারে ডাহুক নদী-নতুন প্রযুক্তি ড্রেজারের পর ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন

রুহিয়ায় পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার

বীরগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় স্কুল ছাত্রীকে নির্যাতন, ২ রানী আটক

হরিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার পরিচিতি সভা

মৃদু তাপপ্রবাহের তীব্র গরমে  দিনাজপুরে জনজীবন প্রায় ওষ্ঠাগত

মৃদু তাপপ্রবাহের তীব্র গরমে দিনাজপুরে জনজীবন প্রায় ওষ্ঠাগত

বীরগঞ্জে মরিচা ইউনিয়ন পরিষদের সাথে বার্ষিক সভা

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পৌর বিএনপির আয়োজনে ৬টি স্থানে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

তরমুজ-বাঙ্গী-আনারস চড়া দামে বিক্রির অভিযোগ!