Monday , 21 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভাষা শহীদদের স্মরণে যুবলীগের ৪’শত শীতবস্ত্র বিতরণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ভাষা শহীদদের স্মরণে ঠাকুরগাঁওয়ে চার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যুবলীগ।

সোমবার দুপুরে (২১ ফ্রেরুয়ারী)যুবলীগের ইতালি ও জাপান শাখার সহায়তায় ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের চৌরঙ্গী হাটে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে যুবলীগের বিভিন্ন প্রয়াত নেতৃবৃন্দ ও ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা।

বক্তব্যে বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পক্ষে কাজ করছেন। সবসময় তিনি জনগণের কল্যাণে কাজ করেন। একটা সময় জনগণ খুব ভয়ংকর পরিস্থিতির মধ্যে বসবাস করতো, কিন্তু আজকে শেখ হাসিনার জন্য জনগণ শান্তিতে বসবাস করছে। আসুন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সকলে মিলে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সম্পাদক আরিফুর ইসলাম আরিফ, সদস্য কৌশিক নাহিয়ান নাবিক।

এছাড়াও বক্তব্য দেন, রংপুর মহানগর যুবলীগের সভাপতি বাশার, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদরের চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঋষিকেশ রায় লিটন প্রমুখ। এছাড়া জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর।

আলোচনা সভা শেষে সদরের চিলারং ইউনিয়নের চার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যুবলীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চার বছর ধরে বন্ধ পঞ্চগড় চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

আটোয়ারীর ‘রসেয়া সবুরন নেছা দাতব্য চিকিৎসালয়’টি শীঘ্রই চালু হতে যাচ্ছে

মঙ্গলবার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দিলেন পঞ্চগড়-১ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মুক্তা

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ১০৩ তম জম্ম বার্ষিকী পালন

রাণীশংকৈলে জাল টাকাসহ আটক-১

বালিয়াডাঙ্গীতে বেড়েছে চুরি ঠেকাতে গ্রামবাসী রাতভর পহারা

ঠাকুরগাঁওয়ে এক নারীকে মারপিটের অভিযোগের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বীরগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত