Friday , 18 February 2022 | [bangla_date]

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকটে মোস্তাক আলম টুলু।

এসময় নব-নির্বাচিত কমিটির সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ অন্যান্য নব-নির্বাচিত নেৃতৃবৃন্দরা শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠ শেষে বিদায়ী সভাপতি তানভির হাসান তানু নব-নির্বাচিত কমিটির সভাপতি আব্দুল আউয়াল এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি তানভির হাসান তানুর সভাপতিত্বে শপথবাক্য পাঠ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট অরুনাংশু দত্ত টিটো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহকারী নির্বাচন কমিশনার কামরুল হাসান প্রমুখ।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের এই সমাজের দর্পণ বলা হয়। সাংবাদিকের লেখনীর মাধ্যমে সমাজের ত্রুটিগুলো জনসম্মুখে উন্মোচিত হয়। স্বাধীনতার স্বপক্ষে বস্তনিষ্ঠ সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়া গণমাধ্যমের অন্যতম একটি দায়িত্ব। সমাজের বিভিন্ন বিষয়ে আগাম তথ্য দিয়ে অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দর সমাজ গঠনে অবদান রাখছেন সাংবাদিকরা। এই ধারাবাহিকতা বজায় রেখে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে বলে আমরা আশা করছি।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতেও দুই গ্রুপের বিভক্তি

রাণীশংকৈলে দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল

দেশের ছয় জেলায় বজ্রপাতে ঝরল ১৮ প্রাণ

পঞ্চম দোল উপলক্ষে বীরগঞ্জে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

খানসামা থানায় নবাগত ওসি চিত্তরঞ্জন রায়ের যোগদান

মাদকমুক্ত সমাজ গড়াই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের মুখ্য উদ্দেশ্য-এমপি গোপাল

হিলি স্থলেবন্দরে আমদানি-রপ্তানি শুরু

গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নে উপনির্বাচনের প্রচারণা জমে উঠেছে

বীরগঞ্জে ভূমি আকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক জনসমাবেশ

জাতীয় পার্টি দেশে প্রহসনের নির্বাচন চায় না … হাফিজ এমপি