Sunday , 6 February 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, শীতের দাপটে জর্জরিত সীমান্ত জনপদ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুদিনের ব্যবধানে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। রবিবার সকাল ৯টায় ৬ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে দেখা যায় সূর্যের মুখ। তবে শনিবার সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে উপজেলা। রাতে কমে যায় তাপমাত্রা। এতে করে ঘন কুয়াশা আর শীতের কাঁপুনিতে রাত হয়ে উঠে বরফের।

সকালে বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, দুদিনের বৃষ্টির পর স্বস্তি ফিরেছে জনপদের মানুষদের। হাঁড়কাপা শীত থাকলেও সূর্যের আলোয় রাঙা হয়ে উঠে সকাল। কাজে যেতে দেখা যায় পাথর শ্রমিক, চা শ্রমিক, দিন মজুর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের। বৃষ্টির কারণে তারা ঘরবন্দি হয়ে পড়ায় অস্থির হয়ে উঠেছিলেন। নি¤œ আয়ের মানুষদের শৈত্যপ্রবাহকে উপেক্ষা করেই যেতে হয় কাজে। তাই দুদিনের বৃষ্টি তাদের জন্য চরম দূর্ভোগ হয়ে দাঁড়িয়েছিল।

সকালে কয়েকজন পাথর শ্রমিক ও চা শ্রমিকের সাথে কথা বললে তারা জানান, দুদিন পর সকালে সূর্যের মুখ দেখতে পেলাম। তাই সকাল সকাল কাজে বের হয়েছি। তবে আবার ঠান্ডাটা বেড়ে গেছে। কনকনে শীতে হাতপা অবশ হয়ে আসার অবস্থা। তবুও ভালো যে, বৃষ্টি নেই, ঘরবন্দিতে নেই। পরিবারের কথা ভেবেই কাজে যাচ্ছি, কাজ শেষে বাজার সদাই করে পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবো ইনশাআল্লাহ। ভ্যান চালক আব্দুর রহিম জানান, দুদিন ধরে ভ্যান বাইতে (চালাতে) পারছি না। আজ ভ্যান নিয়ে বের হতে পেরেছি। আশা করছি কাস্টমার পাব।

হাসপাতাল-ক্লিনিকগুলোতে বেড়েছে রোগীদের ভিড়। জ্বর-সর্দি-কাঁশি ও অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীরা চিকিৎসার জন্য সকাল সকাল হাসপাতাল-ক্লিনিকগুলোতে ছুটে এসেছেন। চিকিৎসকরা মহামারী করোনার কারণে রোগীদের চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, তাপমাত্রা আবার কমেছে। রবিবার সকাল ৯টায় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড হয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার রেকর্ড হয়েছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা উঠানামা করছে বলে জানান কর্মকর্তা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরের বোচাগঞ্জ সহ সারা বাংলাদেশে মোট ৪৪ টি গন গ্রন্থাগার এর ভিত্তি প্রস্থ্যর উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

দিনাজপুরের বোচাগঞ্জ সহ সারা বাংলাদেশে মোট ৪৪ টি গন গ্রন্থাগার এর ভিত্তি প্রস্থ্যর উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

রাণীশংকৈলে অজ্ঞান পার্টির মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের চারজন অচেতন

ঠাকুরগাঁওয়ে লাহিড়ীবাজারে চাড়োল চৌরঙ্গীর রাস্তার ব্রীজ ভেঙ্গে যাওয়ার কারণে জনসাধারণের দূর্ভোগ

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর প্রচারণায় মুখর সর্বত্র

আটোয়ারীতে ক্রিকেট খেলতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ইজিবাইক চুরি করতে গিয়ে পঞ্চগড়ে ধর্ষণের পর তরুণীকে হত্যা করে লাশ রেললাইনে ফেলে দেয় সাজ্জাদ -সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের এসপি

রাণীশংকৈলে ঠিকাদার কল্যাণ সমিতির পরিচিতি

রাণীশংকৈলে ঠিকাদার কল্যাণ সমিতির পরিচিতি

ঠাকুরগাঁও পৌর নির্বাচন: ঋনখেলাপী থাকায় কাউন্সিল’র প্রার্থীতা বাতিল!

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

বীরগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা