Thursday , 10 February 2022 | [bangla_date]

তেঁতুলিয়ায় ৩দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে ৩দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে হলরুমে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ১৫টি গ্রুপে ৩০ জন কৃষক অংশ নেন।

কর্মশালায় কৃষি অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার উপ-পরিচালক (ভার.) মো.শামীম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল মতিন, মনিটরিং অফিসার এসএম গোলাম সারোয়ার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো তেলজাতীয় ফসলের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণ করা ও আমদানি ব্যয় হ্রাস করা। স্বল্পমেয়াদী তেল ফসলের আধুনিক জাত অন্তর্ভুক্ত করে বর্তমান তেল ফসল হিসেবে সরিষা, তিল, সূর্যমুখি, চীনাবাদাম, পেরিলা, সয়াবিন আবাদী এলাকা বৃদ্ধি করা। বন্টকভিত্তিক কৃষক গ্রুপ গঠনের মাধ্যমে তেল ফসলের আবাদ সম্প্রসারণ এবং টেকসই করা। নতুন উদ্ভাবিত তেল ফসলের আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ হিসেবে তেলজাতীয় পেরিলা উৎপাদন করা।

প্রশিক্ষণে তেলজাতীয় ফসল চাষের সম্ভাবনা ও পুষ্টি নিরাপত্তা, ক্রপিং প্যাটার্নের গুরুত্ব, মৌচাষ পদ্ধতি, সরিষা উৎপাদন, সূর্যমুখী উৎপাদনে আধুনিক কলাকৌশল এছাড়া তিল, সয়াবিন, চিনা বাদাম উৎপাদনে মান সম্পন্ন বীজের গুরুত্ব ও উৎপাদন প্রযুক্তি বিষয়ক নানান বিষয় হাতে কলমে শিক্ষা দেয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও