মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৫ বোতল ফেন্সিডিলসহ মহির উদ্দিন (৫২)
কে গ্রেফতার করেছে থানা পুলিশ ৷
বুধবার (১৬ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুমানিক ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে হরিপুর থানার এস আই আবু ঈশা ও এস আই রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ভাতুরিয়া ইউনিয়নের ভাতুরিয়া বাজারের পাশ্বে পাকা রাস্তার থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ মহির উদ্দিনকে হাতে নাতে আটক করে।
পুলিশ জানায় গ্রেফতারকৃত মহির উদ্দিন উপজেলার ঢাকদহ গোপালপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম মাদকসহ মহির উদ্দিন কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন আসামিকে আগামীকাল বৃহস্পতিবার কোর্টে সোপর্দ করা হয়েছে।