Sunday , 13 February 2022 | [bangla_date]

হরিপুর উপজেলা প্রেস ক্লাবের ১ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রেস ক্লাবের ১বছর পূর্তিতে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার দুপুরে প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন,হরিপুর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল,ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল,হরিপুর সরকারি মুসলিম উদ্দিন কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি তানভীর হাসান তানু,পীরগঞ্জ অনলাইন জার্নালিস্টের সভাপতি জাকির হোসেন,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, শাহাজান আলী,তরিকুল ইসলাম, আবু তাহেরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত