Thursday , 24 March 2022 | [bangla_date]

আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। আদর্শ নাগরিক তৈরির জন্য সুষ্ঠু, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার পথ সুগম করতে হবে। ছাত্রছাত্রীর মধ্যে দেশপ্রেম, নিষ্ঠা, দায়িত্ববোধ সৃষ্টির লক্ষ্যে আনন্দঘন শিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালিত করছে বর্তমান সরকার। আগামীর কর্ণধার বর্তমান শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বুধবার (২৩ মার্চ ২০২২) সন্ধায় বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে কালীমেলা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কালীমেলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. হুমায়ুন কবীর বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ সিদ্দিকী মানিক, পলাশবাড়ী ইউনিয়নের সাধারন সম্পাদক মো. ইব্রাহীম শাহ। মাদকের ব্যাপারে এমপি গোপাল বলেন, বিভিন্ন ভাবে বিভিন্ন জনের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের যুবসমাজ মাদকে আসক্ত হয়ে পড়ে। মাদক শুধু এককভাবে সেবনকারীকে ধ্বংস করে না, একটি পরিবার ও একটি সমাজকে ধ্বংস করে দেয়। এ জন্য অবশ্যই মাদক থেকে বিরত থাকতে হবে।এমপি গোপাল বলেন, স্কুলে কোন শিক্ষার্থীকে যাতে মোবাইল ব্যবহার করতে না পারে সে জন্য শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করেন এমপি গোপাল। শুধু তাই নয়, ক্লাস চলাকালীন শিক্ষকদেরও মোবাইল বন্ধ রাখার জন্য বলেন তিনি। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কালীমেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টলিন চন্দ্র রায়।এর আগে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন এমপি গোপাল।
বিকাশ ঘোষ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি পূণর্গঠন সভাপতি চিকিৎসক শহীদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ডিসি রায়

বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় স্কুলছাত্র নি/হত

পীরগঞ্জে মিনি বাস চাপায় যুবকের মৃত্যু

পীরগঞ্জে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

হিলি সীমান্তের শুন্য রেখায় বিএসএফকে বিজিবি’র মিষ্টি উপহার

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিনের শুভক্ষণে হাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ মিছিল !

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার – মাদক উদ্ধার !

আনন্দমুখর পরিবেশে অরবিন্দ শিশু হাসপাতালের ৩৮তম বার্ষিক সাধারন সভা

ডায়াবেটিস সকল রোগের মা -মনোরঞ্জন শীল গোপাল এমপি