Tuesday , 22 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র কার্যালয়ে বিএনপি নেতা মাহবুবর কে মারপিট! এলাকায় থমথমে অবস্থা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমানকে ঠাকুরগাও জেলা বিএনপি’র কার্যালয়ের মেইন গেটে তালা দিয়ে মারপিট করেছেন একদল সন্ত্রাসী। ২০ মার্চ
রবিবার সকাঠাকুরগাঁওয়েলে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতির আলোচনা হবে এ কথা বলে ডেকে যান জেলা বিএনপি কার্যালয়ে। ড.মাহবুব জানান,সেখানে সম্মেলনের সকল আলোচনা শেষে দলের নেতারা চলে যাওয়ার শুরু করলে ড.টিএম মাহবুবর রহমানকে কৌশলে (কথা আছে বলে) মির্জা ফয়সল আমিনের উপস্থিতিতে খোরশেদের কথা বলে মেইন গেট থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। গেট থেকে পিছনে ফিরতে না ফিরতেই গেটে তালা লাগিয়ে দিয়ে তাঁকে মারপিট শুরু করে। মাহবুবের চিৎকারে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি মোহাম্মদ আলম,সহ সভাপতি ওবাইদুল্লাহ মাসুদ, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড.সৈয়দ আলম তাৎক্ষনিক উদ্ধার করে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বিকালে তাঁকে বালিয়াডাঙ্গীস্থ নিজ বাসায় নিয়ে আসেন। ড.মাহবুব আরো জানান,এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের উপস্থিতে এঘটনা ঘটেছে।এতে ঠাকুরগাঁও জেলা বিএনপি ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র কয়েকজন নেতাও এ ঘটনার সংগে জড়িত। এ সময় মুখচেনা কয়েকজন নেতা ঘটনাস্থলে উপস্থিত ছিল।তাঁরাই উৎসাহ যুগিয়েছে। রাতে ঠাকুরগাও জেলা বিএনপি’র নেতা মোহাম্মদ আলম,ওবাইদুল্লাহ মাসুদ,সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী,আনছারুল হক ও জাফরুল্লাহ হক দেখতে আসেন। দলীয় কার্যালয়ের ভিতরে ঘটনাটির জন্য সকলে দুঃখ প্রকাশ করেন।
রুহিয়া থানা বিএনপি’র সভাপতি আনছারুল হক বলেন,নিজ দলীয় কার্যালয়টিতে যদি নিরাপত্তা না থাকে তাহলে কোথায় আমরা নিরাপদ?
ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ জানান,এটি অত্যন্ত দুঃখজনক। দলের মহাসচিব বিষয়টি জেনেছেন।তিনি শক্তহাতে বিষয়টি দেখবেন বলে জানা গেছে। ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহ — সভাপতি মোহাম্মদ আলম বলেন, যখন প্রচন্ড মারপিট হচ্ছিল আমি দৌঁড়ে গিয়ে তাঁকে বাঁচিয়েছি। মাহবুবের গাঁয়ের ঝড়া রক্তে আমার পান্জাবি ভিজে গিয়েছিল। তাঁকে মেরে ফেলার মতো পরিস্থিতি আমি দেখেছি। ঠাকুরগাঁও জেলার বিএনপি’র সহ–সভাপতি ওবাইদুল্লাহ মাসুদ বলেন,এটি মেনে নেওয়া খুব কস্টকর। নিজ দলীয় কার্যালয়ে আটকে রেখে মারপিট করা কাজটি মোটেও ঠিক হয়নি। নিন্দা জানাবার ভাষা নেই আমাদের।এমন ঘটনার জন্য দল ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা থাকে। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমানকে দেখা করে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি কার্যালয়ে ওবাইদুল্লাহ মাসুদ নেতা কর্মীদের ধর্হ্য ধারনের জন্য অনুরোধ করেন। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপি’র নেতাকর্মী ছাড়াও বালিয়াডাঙ্গী উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নির্বাচনের সময় আসে সারা বছর খবর নেই—হাছান মাহমুদ

পীরগঞ্জে বেগম রোকেয় দিবস উপলক্ষে আলোচনা সভা

হরতাল-অবরোধ দিয়ে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্থ করা যাবে না ——হুইপ ইকবালুর রহিম

মৌসুমের সর্বনিম্ন ৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড ডিসেম্বর-জানুয়ারি মাসে ৪৫ দিনই সর্বনিম্ন

রাণীশংকৈলে বিদ্যুৎস্পষ্টে যুবকের মৃত্যু

রাণীশংকৈল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

রাণীশংকৈলে কম্বল ও কোরআন শরীফ বিতরণ

ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা স্মরনে নাগরিক শোকসভা

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কাহারোল সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত