Friday , 11 March 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নদীর মাছ কিনতে কাড়াকাড়ি, ক্রেতারা বাড়ালো দাম!

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,নদীর মাছ কিনতে কাড়াকাড়ি, ক্রেতারা বাড়ালো দাম! ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের উঠেছে মাছ বাজার। প্রতিদিন সকালে ও বিকেলে কয়েকটি দোকান বসে সে খানে। বাজারে বড় মাছ দেখা গেলেও নদীর মাছ তেমন মেলে না। শুক্রবার (১১ মার্চ) শেষ সকালে নদীর ছোট মাছ উঠে বাজারে। আর এই মাছ কিনতে শুরু হয় প্রতিযোগিতা। দোকান ঘিরে ভিড় জমায় উৎসাহী মানুষ। পথচারীরাও উঁকি দেন দোকানে। মানুষের জটলা দেখে অনেকে মোটরসাইকেল ও অটোরিকশা থামিয়ে দেখার চেষ্টা করেন। উপস্থিত এক ব্যক্তি বলেন, ‘নদীর মাছ দেখতে এসেছি। এখন বাজারে এই মাছ তেমন পাওয়া যায় না। দাম জিজ্ঞেস করলাম। কিন্তু অনেক দাম। নেয়া হলো না।’পাশে দাঁড়িয়ে থাকা আইয়ুব আলী নামের এক ব্যক্তি মাছ কিনতে না পেরে ফিরে যাচ্ছেন। তিনি বলেন, ‘দাম বলার সাহস হয়নি। এখানে যে প্রতিযোগিতা শুরু হয়েছে, আমি কুলাতে পারবো না।’ মাছের দোকানে দেখা যায়, ভিড় করে আছে ১৬/১৭ জন। সেখানে দুই কেজি পাঁচমিশালী ছোট মাছ রয়েছে। দরদাম করছেন ১০ জন। বাকিরা দর্শক। দোকানি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করবেন। কিন্তু ক্রেতা ১০ জন হওয়ায় বেধেছে বিপত্তি। সবাই নিতে চায়। দোকানদার সকলের সন্তুষ্ট করার পথ বের করেন। সবাইকে সমপরিমাণে ভাগ করে দিতে চাইলেন। কিন্তু ক্রেতারা সকলে একাই পেতে চায়। এরপর ক্রেতারা শুরু করেন দাম বাড়ানোর প্রতিযোগিতা। আর মুচকি হাসলেন দোকানি। এক ক্রেতা দোকানির চাওয়া দামের চাইতে ৩০ টাকা বেশি দিতে চাইলেন। প্রতিযোগিতায় জাহাঙ্গীর হলেন ইসলাম উদ্দিন নামের এক ব্যক্তি। তিনি ৭৫০ টাকা কেজি দরে নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। আরেক প্রতিযোগী হাঁকালেন ৭৬০ টাকা। অবশেষে ব্যবসায়ী লাল মিয়া ৭৭০ টাকা কেজি দর প্রস্তাব করে জয়ী হন। তিনি ২ কেজি নদীর ছোট মাছ কেনেন ১৫৪০ টাকায়।
জয়ী লাল মিয়া সাংবাদিকদেরকে বলেন, ‘অনেক দিন ধরে নদীর ছোট মাছ খুঁজছিলাম। তবে পাচ্ছিলাম না। আজ পেয়ে গেলাম। কোনোভাবেই সুযোগ হাতছাড়া করতে চাইছিলাম না। তাই একটু বেশিদাম দিয়েই কিনে নিলাম।’ এই মাছ কেনার প্রতিযোগিতায় নেমে ব্যর্থ রাজিউর রহমান বলেন, ‘সব সময় দোকানির সঙ্গে দামাদামি করে দাম কমিয়ে মাছ কিনেছি। কিন্তু এই মাছগুলো দোকানির চাওয়া দামের চাইতে ১২০ টাকা বেশি বলেও নিতে পারলাম না।’ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ছোট ছোট কয়েকটি নদী ও সীমান্তের নাগর নদী থাকলেও নদীর মাছ তেমন পাওয়া যায় না। সমুদ্র ও পুকুরের মাছই কিনতে হয়। এ কারণে নদীর মাছ পেলে সবাই পেতে চেষ্টা করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে বিএনপির জনসভা এই বছরের মধ্যে ইলেকশন হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন -বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

ঠাকুরগাঁওয়ে মেহেদি হত্যাকান্ডে ৪ জনের নামে মামলা, আটক- ৩

১৩ বছর পর হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি ঘোষণা

বীরগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগমনে নেতাকর্মীরা উজ্জীবিত

বীরগঞ্জে ৪৬টি গবাদি পশুর মৃতুর কারণ ক্ষুরা রোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

দিনাজপুরে বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষনা শীর্ষক কর্মশালা

করোনা সংকটকে মোকাবেলা করে মানুষ আবারো অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে শুরু করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে    দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদ তেঁতুলিয়া

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদ তেঁতুলিয়া

পার্বতীপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার-২