Friday , 4 March 2022 | [bangla_date]

তেঁতুলিয়ার অস্তিত্ব হারাচ্ছে ডাহুক নদী

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
নদীর দুই পাড় দখলে অস্তিত্ব হারাতে যাচ্ছে ডাহুক নদী। নির্বিচারে নদী থেকে অপরিকল্পিত ভাবে পাথর বালি উত্তোলন করছে বালু ও পাথর ব্যবসায়ীরা। দখল হয়ে যাচ্ছে নদীর দুই পাড়। সংকীর্ণ হয়ে যাচ্ছে নদীর গতিপথ। প্রভাবশালী কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান নদী দখল করে নির্মাণ করছে স্থাপনা। নদীর গতিপথ বন্ধ করে চলছে চাষাবাদ।

তিন বছর আগে স্থানীয় পাথর ব্যবসায়িরা ড্রেজার মেশিনে পাথর উত্তোলন করে ক্ষতবিক্ষত করেছে নদীটিকে। স্থানীয় নদী-প্রেমিরা ড্রেজার বন্ধের দাবীতে প্রতীকী প্রতিবাদসহ বিভিন্ন আন্দোলনে রাস্তায় নামে। পরে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী পঞ্চগড়ে যোগদানের পর তার দৃঢ় হস্তক্ষেপে অবৈধ ড্রেজার মেশিন বন্ধ হয়ে গেলেও এখনো থেমে থাকেনি ডাহুক নদীর দখল ।

ভারতে উৎপত্তি হলেও জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার গাঢড়া এলাকা দিয়ে বাংলাদেশের তেঁতুলিয়া উপজেলার রওশনপুর এলাকা দিয়ে ১৪ কিলোমিটার প্রবাহিত হয়ে মাঝিপাড়া এলাকা দিয়ে আবার ভারতে প্রবেশ করেছে। কিন্তু বর্তমানে অস্তিত্ব সংকটে এ নদীটি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, একসময় এই নদীর গর্জন ও বিশাল জলরাশি নিয়ে প্রবাহিত হতো । নদীর স্বচ্ছ জলে পাওয়া যেতো নানা রকমের সুস্বাদু দেশি মাছ। নদীর দুই পাড়ে বরই গাছসহ বিভিন্ন রকমের উদ্ভিদের ঘেরা জঙ্গলে বাস করতো নানা ধরনের পশু পাখি। দেড় যুগ আগেও এ নদীর ধারে বিচরণ করতো বিভিন্ন প্রজাতির বণ্যপ্রাণি।

এদিকে নদীকে কেন্দ্র করে বালাবাড়ি, মান্দুল পাড়াসহ বেশ কয়েকটি গ্রামের জেলেরা জীবিকা নির্বাহ করতো। দু’কুল প্লাবিত করে প্রবাহের সময় বয়ে আনতো পলি মাটি। চাষাবাদে রাখতো অনন্য ভূমিকা। ডাহুকে পাওয়া যায় দুটি খনিজ সম্পদ। বালি এবং পাথর। এই বালি এবং পাথর দিয়ে নির্মিত হচ্ছে রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন।

সম্প্রতি কাজী ফার্ম নামে একটি প্রভাবশালী ব্যবসায়ি গ্রæপ নদীটির একটি অংশকে নিজেদের জমি দাবী করে গতিপ্রবাহ বন্ধ করে স্থাপনা নির্মাণ করছে। নদীর চলমান পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে তারা। জানাগেছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করলেও রাতের অন্ধকারে তারা স্থাপনা নির্মাণ করছেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংবাদ ও পরিবেশকর্মী সরকার হায়দার বলেন, নদীটি নানাভাবে দখলের কারণে নদীটি প্রায় মৃত। ডাহুক নামকরণের কারণে সারাদেশে এই নদীটির বিশাল পরিচিতি রয়েছে। নদী কেন্দ্রিক পর্যটনে ডাহুকের ব্যাপক ভূমিকা রয়েছে। পর্যটক ছাড়াও স্থানীয় প্রকৃতি প্রেমিকরার এ নদীর রূপ-সৌন্দর্য উপভোগ করে। সেই সাথে এপার ওপারের দুটি ইউনিয়নের কয়েক লক্ষ মানুষের কৃষি এবং কর্মসংস্থানে এই নদীর অগ্রণী ভূমিকা রয়েছে।কিন্তু প্রভাবশালীদের প্রকাশ্য দখলে নদীটি মরে যাচ্ছে। কাজী ফার্ম নামের একটি ব্যবসায়ি প্রতিষ্ঠান ডাহুকের প্রবাহ বন্ধ করে স্থাপনা নির্মাণ করছে। এভাবে চলতে থাকলে পৃথিবী থেকে হারিয়ে যাবে ডাহুক।

এ ব্যপারে কাজী ফার্মের ডেপুটি ম্যানেজার ( প্রশাসন ) আকরামুজ্জামান শেখ জানান, মালিকানা সূত্রে নদীর সীমানা ঠিক রেখে আমরা স্থাপনা করছি। সীমানা নির্ধারনের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতাও চেয়েছি আমরা। আপাতত কাজ বন্ধ আছে। সীমানা নির্ধারনের অপেক্ষায় আছি।

তেতুঁলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ জাবের আহমেদ জানান, নদীর গতিপ্রবাহ বন্ধ করে স্থাপনা নির্মাণের কাজ চলছিল । আমরা বন্ধ করে দিয়েছি । এ ব্যাপারে তদন্ত চলছে ।

উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, ডাহুক নদীর বিষয়টি আমি অবগত। সরেজমিনে গিয়ে দেখেছি কাজী ফার্মের দেড় একর জমি নদীতে রয়েছে। এ জন্য নদী শাসন কল্পে নদীর সীমানা নির্ধারণ ও জরিপের জন্য তহশীলদারকে নির্দেশ দেয়া হয়েছে। জরিপের বিষয়টি চুড়ান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক জানান, বিভিন্ন দিক দিয়ে নদীটি দখল হওয়ার কারণে প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে।আমরা প্রশাসন এ ব্যাপারে জানিয়েছি। ডাহুকের প্রবাহ ফিরিয়ে আনতে খনন উদ্যোগের প্রয়োজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের

পীরগঞ্জে ভাষা শহিদদের স্বরণে টি-২০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন — মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সভা ও কমিটির গঠন সভাপতি-আব্দুল হাই,সাধারণ সম্পাদক- মাসুদ মুস্তাফি

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে দিনাজপুরের বাক প্রতিবন্ধী শিল্পীর আঁকা ছবি সর্ববৃহৎ ঈদগাহ মাঠ

সদরপুর গ্রামবাসীর চলাচলের জন্য ২ শত মিটার রাস্তা উন্মুক্ত রেখে দিনাজপুর তুলা বীজ খামারের সীমানা প্রাচীর নির্মানের দাবীতে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে বাছাই

শহর সমাজসেবা কার্যালয়ের ব্যতিক্রমী উদ্যোগ দিনাজপুরে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশনের উদ্বোধন

বীরগঞ্জে অবৈধ জুয়ার প্রতিবাদ করতে গিয়ে যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা হাসপাতালে

চীন নিপীড়ক তালেবান শাসনকে সমর্থন করে আফগানিস্তানের খনিজ সম্পদ শোষণ করছে