Tuesday , 29 March 2022 | [bangla_date]

দিনাজপুরে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবাসয়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

পীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের কোতয়ালী থানাধীন ৪ নং শেখপুরা ইউনিয়নস্থ দিঘন স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে ৭৪ বোতল ফেন্সিডিল সহ মনজুরূল ইসলাম (৩৪) ও সাদেকুল ইসলাম (১৯), নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এ সময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত আসামীদের ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা বেশ কিছু দিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা হইতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিগ্রিপ সংগ্রহ করিয়া স্থানীয়ভাবে মাদক ব্যবসা করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত